এডোবি ফায়ার ফ্লাই ‍কি? কিভাবে ছবি তৈরি করা যায়? How to generate image adobe firefly?

MD. RAJIB HOSSAIN
By -
0

 

এডোবি ফায়ার ফ্লাই ‍কি? কিভাবে ছবি তৈরি করা যায়? How to generate image adobe firefly?

 

(toc) #title=(লেখাটিতে যা থাকছে-)

এডোবি ফায়ার ফ্লাই ‍কি?

এডোবি ফায়ার ফ্লাই (Adobe Firefly) হলো একটি ওয়েব এপ্লিকেশন। যা একটি ছবি তৈরি করতে অটোমেটেড জেনারেট এ আই এর মাধ্যমে সৃজনশীল কর্মপ্রবাহকে সহজ করে ছবি তৈরি করতে এডোবি ফায়ার ফ্লাই (Adobe Firefly) বিশেষ ভুমিকা পালন করে। এডোবি ফটোশপে প্লাগিন হিসেবে ব্যবহার করে ছবি তৈরির কাজ খুব দ্রুত করা সম্ভব। প্রায় চল্লিশ বছরের অভিজ্ঞতার মাধ্যমে এডোবি ফায়ার ফ্লাই তৈরি করা হয়েছে। এডোবি ফায়ার ফ্লাই (Adobe Firefly) এডোবি সফটওয়ার কোম্পানির একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই প্রযু্ক্তি।এডোবি ফায়ার ফ্লাই (Adobe Firefly) এডোবি কোম্পানি নতুন সংস্করণ বাজারে আনে।

এডোবি ফায়ার ফ্লাই এর মাধ্যমে যেভাবে ছবি তৈরি করতে পারি-

Text To Image ( লেখা থেকে ছবি): 

লেখা থেকে ছবি তৈরি করা এডোবি ফায়ার ফ্লাই এর কৃত্রিম বুদ্ধিমত্তা যা লেখার উপর ভিত্তি করে ছবি তেরি করে দেয়। ব্যবহারকারী দেওয়া লেখা অনুযায়ী চারটি ছবি প্রদর্শন করে। নিচে বিস্তারিত দেওয়া হলো-

১। প্রথমে (getButton) #text=(Adobe Firefly) #icon=(link) #color=(#2339bd) ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।তারপর Text to Image এ ক্লিক করতে হবে।

এডোবি ফায়ার ফ্লাই ‍কি? কিভাবে ছবি তৈরি করা যায়? How to generate image adobe firefly?

২। এডোবি ফায়ার ফ্লাই (Adobe Firefly) Text to image mode চলে যাবেন। এখানে নিচের দিকে দেখবেন  Prompt অর্থাৎ Text লেখার জায়গা আছে। সেখানে আপনার ছবি তৈরি করার জন্য যে লেখা লিখতে যান তা লিখবেন। 

 (getCard) #type=(post) #title=(আরও পড়ুন)

 

 

আরও পড়ুনঃ Adobe Podcast AI কি? এডোবি পডকাস্ট দিয়ে নয়েজ রিমোভ সুবিধা। (alert-success)

 

আরও পড়ুনঃএআই ডেথ ক্যালকুলেটর আপনার আগাম মৃত্যুর দিন বলে দিবে।(alert-success)

 

 

৩।  এডোবি ফায়ার ফ্লাই (Adobe Firefly) Text to image থেকে Prompt অপশনে আমি Human Seat in chair with office লিখেছি। সেই অনুযায়ী আমাকে চারটি ছবি তৈরি করে দিয়েছে। নিচের ছবিতে দেখুন। 

 
 

৪।   এডোবি ফায়ার ফ্লাই (Adobe Firefly) Text to image থেকে জেনেরেটিভ ৪ টি ছবি থেকে আমি একটি ছবি সিলেক্ট করেছি। এখন এই ছবিটি সেভ করতে হলে আপনাকে তীর চিহ্ন স্থানে নিয়ে গেলে কয়েকটি অপশন দেখতে পারবেন।


এডোবি ফায়ার ফ্লাই ‍কি? কিভাবে ছবি তৈরি করা যায়? How to generate image adobe firefly?

৪।   এডোবি ফায়ার ফ্লাই (Adobe Firefly) Text to image থেকে নির্ধারিত ছবিটির অপশন থেকে ডাউনলোড বটন ক্লিক করলে আপনার ছবি সেব হয়ে যাবে।


এডোবি ফায়ার ফ্লাই ‍কি? কিভাবে ছবি তৈরি করা যায়? How to generate image adobe firefly?

আশা করছি এডোবি ফায়ার ফ্লাই (Adobe Firefly) Text to image থেকে কিভাবে ছবি তৈরি করতে হয় আপনারা তা বুঝতে পারছেন।

 

আরও পড়ুনঃ মিডজার্নি কি? মিডজার্নি দিয়ে কিভাবে ছবি বানাবো? What is midjourney? How to make pictures with Midjourney? (alert-success)

 

Generative Fill (জেনারেটিভ ফিল)ঃ

এডোবি ফায়ার ফ্লাই (Adobe Firefly) জেনারেটিভ ফিল খুবই চমৎকার একটি এ আই ফিচার যার মাধ্যমে আপনি সহজেই আপনি একটি ছবিকে অন্যরকম একটি লুকে আনতে পারবেন সহজেই। যদি আপনি কারো শার্ট পরিবর্তন করে কোটটাই লাগাতে চান তাহলে এই ফিচারটি আপনাকে খুব সহজেই সাহায্য করবে। তাহলে কথা না বাড়িয়ে আপনাদের দেখিয়ে দেই ফায়ার ফ্লাই (Adobe Firefly) জেনারেটিভ ফিলের মাধ্যমে কিভাবে একটি ছবি তৈরি করতে  হয়। 

 ১। প্রথমে (getButton) #text=(Adobe Firefly) #icon=(link) #color=(#2339bd) ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।তারপর Generative Fill এ ক্লিক করতে হবে। নিচের ছবিতে দেখুন।

এডোবি ফায়ার ফ্লাই ‍কি? কিভাবে ছবি তৈরি করা যায়? How to generate image adobe firefly?

২। এডোবি ফায়ার ফ্লাই (Adobe Firefly) Generative Fill  থেকে Upload Image থেকে একটি ছবি আপলোড করে নিতে হবে।

এডোবি ফায়ার ফ্লাই ‍কি? কিভাবে ছবি তৈরি করা যায়? How to generate image adobe firefly?

৩। এডোবি ফায়ার ফ্লাই (Adobe Firefly) Generative Fill এ ছবি আপলোড করার পর নিচের মত পেজ আসবে সেখান থেকে Remove Tool টি সিলেক্ট করে যে অংশটুকু মুছতে চান সেটুকু মুছে ফেলতে হবে। মুছার কাজ শেষ হলে যা পরিবর্তন করতে চান সেটি টেক্সট আকারে লিখে দিন। আমি Setup garden লিখে Generate ক্লিক করতে হবে।

এডোবি ফায়ার ফ্লাই ‍কি? কিভাবে ছবি তৈরি করা যায়? How to generate image adobe firefly?

৪। এডোবি ফায়ার ফ্লাই (Adobe Firefly) Generative Fill এ আই ইমেজ জেনারেট করার পর তিনটি ইমেজ সাজেস্ট করবে সেগুলো থেকে যেটি আপনার পছন্দ হবে  সেটি কিপট করে নিবেন।

এডোবি ফায়ার ফ্লাই ‍কি? কিভাবে ছবি তৈরি করা যায়? How to generate image adobe firefly?

৫। এডোবি ফায়ার ফ্লাই (Adobe Firefly) Generative Fill সকল প্রসেস শেষে হলে  ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করতে হবে।

এডোবি ফায়ার ফ্লাই ‍কি? কিভাবে ছবি তৈরি করা যায়? How to generate image adobe firefly?


আরও পড়ুনঃ এআই ডেথ ক্যালকুলেটর আপনার আগাম মৃত্যুর দিন বলে দিবে। (alert-success)

আরও পড়ুনঃ এডোবি ফায়ারফ্লাই ৫টি অসাধারণ টিপস। Adobe Firefly Awesome 5 tips (alert-success)

FAQs - সচারচরণ যে সকল প্রশ্ন করা হয়-

১। এডোবি ফায়ার ফ্লাই (Adobe Firefly) কি কাজ করে?

উত্তরঃ ইমেজ তৈরির কাজে  এডোবি ফায়ার ফ্লাই (Adobe Firefly) জেনেরেটিভ এ আই ব্যবহার করা হয়।

২। Generative (জেনেরেটিভ) ফিল কি?

উত্তরঃ জেনেরেটিভ ফিল হলো এ আই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। যার মাধ্যমে মানুষের চেয়েও দ্রুততম গতিতে ইমেজ তৈরি করতে পারে।

৩। এডোবি ফায়ার ফ্লাই (Adobe Firefly) দিয়ে কি কি করা যায়?

উত্তরঃ Text to image, Generative Fill, Text Effect, Generative Recolor. 

৪। Text to image কি?

উত্তরঃ কোন কিছু লেখে সেই লেখাকে ইমেজে বা ছবিতে রূপান্তরের প্রক্রিয়ায় হলো  Text to image.

৫।  Text Effect কি?

উত্তরঃ  Text Effect এর মাধ্যমে বিভিন্ন text কে বিভিন্ন ডিজাইনে রূপান্তরের প্রক্রিয়া।





শেষ কথাঃ

উপরোক্ত আলোচনাটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমাদের সাইটে নিয়মিত এ আই সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়।

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!