ডি আই ডি AI ব্যবহার করে ভিডিও তৈরি । Create video using D-ID AI

MD. RAJIB HOSSAIN
By -
0

 

ডি আই ডি AI

 ডি আই ডি AI ব্যবহার করে ভিডিও তৈরি । Create video using D-ID AI

 (toc) #title=(লেখাতে যা যা থাকছে-)

ডি-আই ডি (D-ID) কি? 

ডি-আই ডি (D-ID) হলো একধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই টুল যা দ্বারা সহজেই ছবি থেকে ভিডিও রূপান্তর করে ভয়েস যুক্ত করতে পারে। ডি-আই ডি (D-ID) এর জেনারেটিভ এআই-চালিত পারস্পারিক এবং বিষয়বস্তু তৈরিতে নিজেকে আগ্রহশীল করার জন্য উন্নতমানের প্রযুক্তিতে পূর্বাভাস করা হয়েছে। ন্যাচারাল ইউজার ইন্টারফেস (NUI) প্রযুক্তিতে বিশেষীকরণ করে, ডি-আই ডি (D-ID)-এর প্ল্যাটফর্ম ছবি, টেক্সট, ভিডিও, অডিও এবং ভয়েসকে অত্যন্ত আকর্ষক ভিডিওতে রূপান্তরে করতে সক্ষম। ডি-আই ডি (D-ID) একাধিক ভাষায় ভিডিও তৈরি করে এ আই বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে এক নতুন চূড়ায় স্থাপন করেছে। কোম্পানির প্রযুক্তি গ্রাহকের অভিজ্ঞতা, বিপণন এবং বিক্রয়ে বিশেষজ্ঞ ব্যবসার পাশাপাশি, বিশ্বব্যাপী সামগ্রী নির্মাতাদের জন্য সমাধান প্রদান করেছে ডি-আই ডি (D-ID)

 

ডি-আই ডি (D-ID) এর জেনারেটিভ এআই-এর ট্রেলব্লেজার হিসেবে ৬ বছর ধরে কাজ করছে। ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি এখন তিনটি টিয়ার ১ ভিসি দ্বারা সমর্থিত হয়। ডি-আই ডি (D-ID)-এর ব্যবহারকারী-বান্ধব স্ব-পরিষেবা ক্রিয়েটিভ রিয়ালিটি™ স্টুডিও এবং ইন্টিগ্রেশন এবং ১৫০ মিলিয়নেরও বেশি AI ভিডিও তৈরি হয়েছে, এবং ২৫০,০০০ এরও বেশি বিকাশকারী ডি-আই ডি (D-ID) API-এর সাথে সমাধান তৈরি করা হয়েছে। সাম্প্রতিক ক্লায়েন্টগুলির মধ্যে রয়েছে Deutsche Telekom, PWC, Deloitte, Burda Media, AXA Insurance, এবং Gameloft, যারা AI অবতারের সাথে অসাধারণ অভিজ্ঞতা তৈরি করতে ডি-আই ডি (D-ID) এর প্ল্যাটফর্ম ব্যবহার করেছে

 

যেভাবে ডি আই ডি AI ব্যবহার করে ভিডিও তৈরি করবেনঃ

 (getCard) #type=(post) #title=(আরও পড়ুন)

ডি-আই ডি (D-ID) সাইটে প্রবেশঃ 

প্রথমে আপনি ডি-আই ডি (D-ID) ওয়েব সাইটে প্রবেশ করুন। নিচের ছবিটি লক্ষ করুন-ডি-আই ডি (D-ID) ওয়েব সাইটে প্রবেশের পর আপনি ‍START FREE TRIAL ক্লিক করুন। নিচের ছবিটি লক্ষ্য করুন-

ডি আই ডি AI


আরও পড়ুনঃ Adobe Podcast AI কি? এডোবি পডকাস্ট দিয়ে নয়েজ রিমোভ সুবিধা। (alert-success)

 

ডি-আই ডি (D-ID) ভিডিও লাইব্রেরীতে প্রবেশঃ

START FREE TRIAL ক্লিক করার পর আপনি সংক্রিয়ভাবে ডি-আই ডি (D-ID) ভিডিও লাইব্রেরীতে প্রবেশ করবেন। এরপর আপনি Create Video ক্লিক করুন। নিচের ছবিটি লক্ষ্য করুন-

ডি আই ডি AI

Add Presenter ঃ 

Create Video ক্লিক করার পর Presenter Add করতে হবে। ডি-আই ডি (D-ID) Presenter Add করার জন্য আপনাকে ADD বাটনে ক্লিক করতে হবে। নিচের ছবিটি লক্ষ করুনঃ 

ডি আই ডি AI

সাইন ইনঃ 

ডি-আই ডি (D-ID)  ADD বাটনে ক্লিক করার পর আপনাকে লগইন পেজে নিয়ে যাওয়া হবে। লগইন করার জন্য আপনি Google Account অথবা অন্য কোন একাউন্ট ব্যবহার করতে পারেন। আমি গুগুল একাউন্ট দিয়ে লগইন করে নিচ্ছি।

 

আরও পড়ুনঃ মিডজার্নি কি? মিডজার্নি দিয়ে কিভাবে ছবি বানাবো? What is midjourney? How to make pictures with Midjourney? (alert-success)

 

 

Creative Reality Studio এডিট করবেন যেভাবেঃ 

একাউন্ট দিয়ে ডি-আই ডি (D-ID) লগিন করার পর আপনি Creative Reality Studio তে প্রবেশ করবেন। প্রবেশ করার পর নিচের দিকে আপনার ক্রেডিট সংখ্যা দেখতে পাবেন। ফ্রি 20 ক্রেডিট দেয়।

ডি আই ডি AI

ভিডিও তৈরিঃ

 ডি-আই ডি (D-ID) ভিডিও তৈরি করার জন্য আপনাকে Create button ক্লিক করতে হবে।

ডি আই ডি AI

ছবি যুক্ত করাঃ 

ছবি যুক্ত করার জন্য Add Button ক্লিক করুন অথবা পাশে থাকা যে কোন একটি ছবি সিলক্ট করুন। আমি পাশে থাকা একটি ছবি নির্বচান করেছি।


ডি আই ডি AI

অডিও যুক্ত করুনঃ

 ডি-আই ডি (D-ID) ভিডিও তৈরি করার জন্য আপনাকে একটি অডিও ফাইল আপলোড করতে হবে। নিচের ছবিটি লক্ষ্য করুন।


ডি আই ডি AI

Generate Video তৈরিঃ

Generate Video ক্লিক করলে ভিডিও তৈরির প্রক্রিয় শুরু হয়ে যাবে। নিচের ছবিটি লক্ষ্য করুন।


ডি আই ডি AI

Generate This Video ঃ

প্রতিটি ভিডিও তৈরি জন্য ডি-আই ডি (D-ID) 2 ক্রেডিট করে আপনার একাউন্ট থেকে কেটে নিবে। নিচের ছবির মত Generate ক্লিক করুন। 


ডি আই ডি AI


আরও পড়ুনঃ রানওয়ে এমএল কি ? কিভাবে এআই জেনারেটিভ ভিডিও বানাবো? (alert-success)


Generate This Video ঃ

ভিডিও তৈরি শুরু হয়ে যাবে নিচের ছবিটি লক্ষ্য করুন দেখতে পাবেন।


ডি আই ডি AI

 ভিডিও তৈরি শেষঃ

ভিডিও তৈরি শেষ হওয়ার পর আপনি সেটি দেখতে পারবেন। নিচের ছবিটি লক্ষ করুন।

 

ডি আই ডি AI

 ভিডিও ডাউনলোড করাঃ

 ভিডিওটি ডাউলোড বাটনে ক্লিক করুন। নিচের ছবিটি লক্ষ্য করুন।


ডি আই ডি AI


 

 আরও পড়ুনঃ এডোবি ফায়ার ফ্লাই ‍কি? কিভাবে ছবি তৈরি করা যায়? How to generate image adobe firefly? (alert-success)

 

 FAQs

 ১। ডি-আই ডি (D-ID) কি?

উত্তরঃ ডি-আই ডি (D-ID) হলো একধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই টুল যা দ্বারা সহজেই ছবি থেকে ভিডিও রূপান্তর করে ভয়েস যুক্ত করতে পারে।

 ২। ডি-আই ডি (D-ID) ছবি দ্বারা ভিডিও বানানো কি সম্ভব?

 উত্তরঃ ডি-আই ডি (D-ID) মূলত ছবি দ্বারা ভিডিও তৈরির জন্য তৈরি করা হয়েছে।

 ২। ডি-আই ডি (D-ID) দিয়ে ভিডিও তৈরি করা হলে সেটি কি ইউটিউবে আপলোড করা যাবে?

উত্তরঃ হ্যাঁ আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন।

 

শেষ কথাঃ

আশা করি, ডি-আই ডি (D-ID) সম্পর্কে আপনাদের সঠিক ধারণা দিতে পেরেছি। আমরা প্রতিনিয়ত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদের মাঝে শেয়ার করি। যদি লেখাটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন।
 

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!