রানওয়ে এমএল কি ? কিভাবে এআই জেনারেটিভ ভিডিও বানাবো?

MD. RAJIB HOSSAIN
By -
0

 

রানওয়ে এমএল কি ? কিভাবে এআই জেনারেটিভ ভিডিও বানাবো?

 (toc) #title=(এক নজরে সম্পূর্ণ লেখা-)

রানওয়ে এমএল কি ?

রানওয়ে এমএল (Ranwayml) হলো লেখা ও ছবি থেকে এ আই জেনারেটিভ ভিডিও তৈরি করার ওয়েব সফটওয়ার। একটি নতুন যুগের সূচনা করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা তৈরি করেছে রানওয়ে এমএল (Ranwayml) যেখানে সেরা ফিচারগুলোর অনেক ফিচার এখনো আসেনি ।

কিভাবে এআই জেনারেটিভ ভিডিও বানাবো?

রানওয়ে এমএল (Ranwayml) এর মাধ্যমে ছবি থেকে ভিডিও তৈরি করতে হলে আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে। যদি ধাপগুলো সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি সহজের একটি ছবি থেকে ভিডিও তৈরি করতে পারবেন। প্রথমে আপনাকে https://runwayml.com ক্লিক করে সাইটে প্রবেশ করুন। প্রবেশ করার পর নিচের ছবির মত Try Runway For Free ক্লিক করুন।

 

 
 
প্রবেশ করার পর নিচের ছবির মত Sign up With Google Account ক্লিক করুন।

রানওয়ে এমএল

 

Sign up With Google Account ক্লিক করার পর নিচের ছবির মত একাউন্ট সিলেক্ট করতে হবে।


রানওয়ে এমএল

 

পরবর্তী পেজে আপনি যদি Subscribe করতে চান তাহলে Subscribe ক্লিক করুন আর যদি Subscribe না করতে চান তাহলে Scrip Button এ ক্লিক   করুন।

 

 আরও পড়ুন- এ আই (কৃত্রিম বুদ্ধিমত্তা) এর মাধ্যম অনলাইনে ইনকাম। How to income with AI (alert-success)

 

  

রানওয়ে এমএল


এবার নিচের ছবির মত try for free button ক্লিক করুন।


রানওয়ে এমএল

রানওয়ে এমএল (Ranwayml) সাইটে প্রবেশের নিচের ছবির মত দুইটি অপশন দেখতে পাবেন Star with image or Start with text আপনি যদি ছবি দিয়ে ভিডিও তৈরি করতে চান তাহলে Star with image ক্লিক করুন অথবা লেখা দিয়ে ভিডিও করতে চাইলে Start with text Button ক্লিক করুন। আমি যেহেতু Star with image দিয়ে ভিডিও তৈরি কর তাই Star with image ক্লিক করলাম।

রানওয়ে এমএল

 Start with Image Button ক্লিক করার পর নিচের মত পেজ আসবে Skip করুন।

রানওয়ে এমএল

নিচের ছবির মত ছবি আপলোড করার জন্য একটি পেজ আসবে। উক্ত পেজে ক্লিক করে একটি ছবি আপলোড করুন।


রানওয়ে এমএল


ছবি আপলোড হওয়র পর নিচের পেজের মত Generate 4s ক্লিক করুন।


 
 

 Generate 4s ক্লিক করার পর ভিডিও তৈরির কাজ শুরু হয়ে যাবে।

রানওয়ে এমএল


ভিডিও তৈরির পর প্লে করুন।

রানওয়ে এমএল

আশা করি রানওয়ে এমএল (Ranwayml) মাধ্যমে এআই জেনারেটিভ ভিডিও বানানো শিখে গেছেন। 

FAQs

১। রানওয়ে এমএল (Ranwayml) কি?

উত্তরঃ এটি হলো এ আই ভিত্তিক জেনারেটিভ ভিডিও বানানোর ওয়েব সফটওয়ার।

শেষ কথা

আমরা আমাদের সাইটে এ আই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে প্রতিনিয়ত কনন্টেন্ট প্রকাশ করে থাকি যদি আপনার কাছে আমাদের কনন্টেন্ট ভাল লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!