বিং চ্যাট কি? বিং চ্যাট কিভাবে ব্যবহার করব?

MD. RAJIB HOSSAIN
By -
0

 

বিং চ্যাট

বিং চ্যাট কি? বিং চ্যাট কিভাবে ব্যবহার করব?

মাইক্রোসফট বিং এআই নিয়ে অনেক আগেই কাজ শুরু করেছে। মাইক্রোসফট বিং এআই সুবিধা চালু করে এবং এআই সুবিধা ২০২৩ সালে উম্মুক্ত করে। মাইক্রোসফট বিং এর এ আই চ্যাটবটটি খুবই জনপ্রিয়।

 

 (toc) #title=(লেখাতে যা যা থাকছে-)

 

 

বিং চ্যাট কি?

বিং চ্যাট হলো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কৃত্রিম উপায়ে তৈরি এআই চ্যাটবট। বিং এআই চ্যাট মানুষের সাথে কথোপকথন করতে পারে এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে। বিং চ্যাট জিপিট-৪ মডেলের উপর ভিত্তি করে তৈরি যা চ্যাটজিপিটির থেকে ভালো কাজ করতে পারে।

 

বিং চ্যাট যেভাবে ব্যবহার করবেনঃ

আপনার কম্পিউটার অথবা স্মার্টফোনের যেকোন ওয়েব ব্রাউজার খুলুন।

ধাপ-১ঃ  সার্চ করুন-

আপনার ব্রাউজারে লিখুন বিং। বিং লিখে সার্চ করার পর নিচের ছবির মত পেজ আসবে প্রথম লিংকে ক্লিক করুন।

বিং চ্যাট

 ধাপ-২ঃ Chat ক্লিক করুনঃ

বিং চ্যাট ব্যবহার করার যেকোন কিছু লিখে সার্চ করুন।

নিচের ছবিটি লক্ষ্য করুন-

বিং চ্যাট

ধাপ-৩ঃ Chat ক্লিক করুন: 

বিং চ্যাট ব্যবহারের জন্য Chat ক্লি করুন।

নিচের ছবিটি ক্লিক করুন-

বিং চ্যাট

ধাপ-৪ঃ open bing chat Ai

বিং চ্যাট প্রবেশের জন্য open হয়ে যাবে। এবার আপনি যেকোন কিছু লিখে দিলেই উত্তর দিয়ে দিবে।

নিচের ছবিটি লক্ষ্য করুনঃ



বিং চ্যাট

বিং চ্যাট

আশা করি উপরোক্ত তথ্য থেকে বুঝতে পারছেন বিং চ্যাট কিভাবে ব্যবহার করতে হয়।

 

 আরও পড়ুনঃ বার্ড চ্যাটবটের নতুন সংস্করণে থাকছে নতুন চমক(alert-success)

 

FAQs

১।  বিং চ্যাট কি?

বিং চ্যাট হলো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কৃত্রিম উপায়ে তৈরি এআই চ্যাটবট। বিং এআই চ্যাট মানুষের সাথে কথোপকথন করতে পারে এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে। বিং চ্যাট জিপিট-৪ মডেলের উপর ভিত্তি করে তৈরি যা চ্যাটজিপিটির থেকে ভালো কাজ করতে পারে।

২। আমি কিভাবে Bing চ্যাট ব্যবহার করব? 

উত্তরঃ Bing চ্যাট দ্রুত এবং সহজে ব্যবহারের জন্য ব্রাউজারের সাইডবারে তৈরি করা হয়েছে। আপনি যদি Microsoft Edge ব্যবহার করেন, Bing চ্যাট প্যান খুলতে Bing Chat আইকন নির্বাচন করুন। আপনার কাছে Bing Chat, Bing Compose, এবং Insights-এ অ্যাক্সেস থাকবে: তিনটি শক্তিশালী এবং স্বতন্ত্র AI টুল। আপনার স্মার্টফোন বা ট্যাবলেটেও বিং চ্যাট অ্যাক্সেসযোগ্য। 

৩। বিং চ্যাট কি চ্যাটজিপিটির থেকে ভালো?

উত্তরঃ বিং চ্যাট জিপিটি ৪ মডেল দিয়ে তৈরি করা হয়েছে তাই এটি চ্যাটজিপিটির থেকে ভালো কাজ করে।

৪। বিং এআই চ্যাট কি ফ্রি ব্যবহার করা যায়?

উত্তরঃ এখন পর্যন্ত বিং চ্যাট ফ্রি ব্যবহার করার জন্য উম্মুক্ত করা হয়েছে।

৫। মোবাইলে কি বিং চ্যাট পাওয়া যায়?

উত্তরঃ মোবাইলে বিং চ্যাট সহজেই ব্যবহার করা যায়। 

৬। বিং চ্যাট কি সবার জন্য উম্মুক্ত?

উত্তরঃ বিং চ্যাট সবার জন্য উম্মুক্ত করা হয়েছে।

৭। আমি কি গুগুল ক্রোমে ব্রাউজারে বিং চ্যাট ব্যবহার করতে পারি?

উত্তরঃ এখন সহজেই আপনি বিং চ্যাট গুগুল ক্রোম ব্রাউজারে ব্যবহার করতে পারবেন?

৮। প্রতিদিন কতটি Bing চ্যাট করা যায়? 

উত্তরঃ প্রতিদিন ৩০০টি বিং চ্যাট করা যায়।

৯। Bing AI কি নিরাপদ?

উত্তরঃ হ্যাঁ নিরাপদ।


শেষ কথাঃ

উপরোক্ত আলোচনা ভালো লাগলে শেয়ার করবেন।

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!