কিবোর্ডে কোপাইলট এআই কী আনছে মাইক্রোসফট। Copilot AI in keyboard

MD. RAJIB HOSSAIN
By -
0

 

কিবোর্ডে কপিলট এআই

কিবোর্ডে কোপাইলট এআই কী আনছে মাইক্রোসফট। Copilot AI in keyboard 

কিবোর্ডে কোপাইলট এআই বিং চ্যাটবট এরই মধ্যে সাড়া জাগিয়েছে নেট দুনিয়ায়। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কোপাইলট এআই কী যুক্ত করতে যাচ্ছে মাইক্রোসফট। মাইক্রোসফট এআই ব্যবহারকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়া এবং ব্যবহারকারী যাতে সহজেই এ আইয়ের সাথে চ্যাট করতে পারে এ বিষয়টি মাথায় রেখেই কোপাইলট এআই নামে কিবোর্ডে একটি কী যুক্ত করেছে মাইক্রোসফট।

 

 (toc) #title=(লেখাতে যা যা থাকছে-)

 

 কপিলট এআই কি?

কোপাইলট হলো এআই চ্যাটবট। কপিলট ব্যক্তিগত সহকারীর ন্যায় কাজ করে। কোপাইলটকে যা প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তর তাৎক্ষনিক দিয়ে দিবে। মাইক্রোসফট বিং, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এর বিভিন্ন কাজে সহায়তা প্রদান করতে সক্ষম কপিলট এআই। কোপাইলট সুবিধা সহজেই যাতে উইন্ডোজ ব্যবহারকারী সহজেই দিতে পারে এর জন্য মাইক্রোসফট কপিলট এআই কী কিবোর্ডে যুক্ত করেছে।


 আরও পড়ুনঃ বার্ড চ্যাটবটের নতুন সংস্করণে থাকছে নতুন চমক(alert-success)


কপিলট এআই কীবোর্ড কী দিয়ে যা যা করা যাবে-

  • কীবোর্ড কোপাইলট আইকনসহ কীবোর্ডে একটি কী দেওয়া থাকবে।
  • কোপাইলট এ আই কীতে ক্লিক করে সহজেই কপিলট এআই চ্যাটবটের সাথে চ্যাট করা যাবে।
  •  কোপাইলট এআই কে যে কোন প্রশ্ন করে সে সাথে সাথে উত্তর দিয়ে দিবে।
  •  আপনি কোন কিছু সার্চ করলে সহজেই খুঁজে দিবে কপিলট এআই। 
  • কোপাইলট কী চেপে আপনি শব্দ লিখে ছবি তৈরি করার সুবিধা পাবেন।

মাক্রোসফট এর আগে কীবোর্ডে বিশেষ সুবিধার জন্য উইন্ডোজ কী এ্যাকটিভ করেছিল। এবার মাইক্রোসফট সবার মাঝে এ আই ব্যবহারের সুবিধা দেওয়ার জন্য  কোপাইলট এআই সুবিধা যুক্ত করবে। কীবোডের স্পেস বারের অথাবা উইন্ডোজ কী এর আশেপাশে কোপাইলট এআই কি দেখা যেতে পারে। 


FAQs

১। কোপাইলট এআই কি?

উত্তরঃ কোপাইলট হলো এআই চ্যাটবট। কপিলট ব্যক্তিগত সহকারীর ন্যায় কাজ করে। কোপাইলটকে যা প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তর তাৎক্ষনিক দিয়ে দিবে। মাইক্রোসফট বিং, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এর বিভিন্ন কাজে সহায়তা প্রদান করতে সক্ষম কোপাইলট এআই।

২। কোপাইলট এআই কী কীবোর্ডের কোথায় দেখা যাবে?

উত্তরঃ  কোপাইলট এআই কী কিবোর্ডের স্পেসবার বা তার আশেপাশে দেখা যেতে পারে।


শেষ কথাঃ

কিবোর্ডে কোপাইলট আলোচনা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। নিয়মিত আমাদের ওয়েবসাইটের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।




Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!