কোপাইলট প্রো (Copilot Pro) এআইতে যে সব সুবিধা পাবেন।

MD. RAJIB HOSSAIN
By -
0

 

কোপাইলট প্রো (Copilot Pro)

 কোপাইলট প্রো এআইতে যে সব সুবিধা পাবেন

কোপাইলট প্রো (Copilot Pro) মাইক্রোসফট উম্মুক্ত করেছে। গত বছর অফিস স্যুটে কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন সুবিধা যুক্ত করে মাইক্রোসফট। তারই ধারাবাহিকতায় মাইক্রোসফট তাদের কোপাইলট প্রো এআইতে যে সব সুবিধা উম্মুক্ত কর। এছাড়াও মাইক্রোসফট কিবোর্ডে কোপাইলট এআই যুক্ত করেছে।

 

 (toc) #title=(লেখাতে যা যা থাকছে-)

 

কোপাইলট প্রো (Copilot Pro) কি? 

কোপাইলট প্রো (Copilot Pro) হলো কোপাইলটের  (Copilot) উন্নত ভার্সন। যা প্রিমিয়াম সাবস্ক্রিপশন সুবিধা প্রদান করা হবে। কোপাইলট প্রো (Copilot Pro) এর মাধ্যমে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং আউটলুক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সুবিধা খুব সহজেই ব্যবহার করা যাবে। এছাড়াও কোপাইলট প্রো (Copilot Pro) এর মাধ্যমে ওপেনএআইয়ের হালনাগাদ মডেলে (জিপিটি ৪, জিপিটি ৪ টার্বো) অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহার করা যাবে এবং নিজের সুবিধার অনুযায়ী কোপাইলট প্রো (Copilot Pro) দিয়ে চ্যাটবট তৈরি করা বিশেষ সুযোগ মিলবে। কোপাইলট প্রো (Copilot Pro) তে বাড়তি সুবিধা পাওয়া গেলেও কোপাইলট প্রো (Copilot Pro) ব্যবহারের জন্য প্রতি মাসে গুনতে হবে ২০ ডলার যা বাংলাদেশীদের জন্য অনেক ব্যয়বহুল।

 

আরও পড়ুনঃ ফ্লিকি (Fliki) কি? ফ্লিকি দিয়ে কি ধরনের ভিডিও বানানো যায়? (alert-success)

 

কোপাইলট প্রো (Copilot Pro) তে যে সব সুবিধা পাবেনঃ

কোপাইলট প্রো (Copilot Pro) তে বিশেষ কিছু ফিচার যুক্ত করা হয়েছে যা একজন ব্যবহারকারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ।

১। পেইড বা প্রিমিয়াম সুবিধাঃ

কোপাইলট প্রো (Copilot Pro) তে এ সুবিধা খুবই কার্যকরী যা আপনার কাজের পরিধি সংক্ষিপ্ত করবে।

দ্রুত কাজ সম্পন্নঃ 

কোপাইলট প্রো (Copilot Pro) প্রিমিয়াম ফিচারে থাকবে ব্যবহারকারীর ইনপুট বা লেখার উত্তর বা সমাধান খুবই দ্রুত মিলবে। যা প্রিমিয়াম ব্যবহারকারী জন্য একটি বাড়তি সুবিধা।

  • মাইক্রোসফট ৩৬৫ঃ

মাইক্রোসফ্ট 365 অ্যাপসফুটনোট1-এ কপিলট আনলক করে খুব দ্রুত আপনার Word, Excel, Outlook, PowerPoint এবং OneNote সম্পাদনা করতে এবং ব্যবহার করতে পারবেন যা মাইক্রোসফ্ট 365 ব্যবহারে এক ধাপ এগিয়ে থাকবেন।

ডাল-ই-৩ ইমেজ ক্রেয়েটরঃ

কোপাইলট প্রো (Copilot Pro) দিয়ে সহজেই (পূর্বে Bing ইমেজ ক্রিয়েটর) এর সাথে প্রতিদিন 100 বুস্ট সহ ল্যান্ডস্কেপ ফরম্যাটে DALL-E 3 এর সাথে আরও দ্রুত AI ছবি তৈরি করতে পারবেন যা আপনার লেখা থেকে ছবি তৈরি অনেক দ্রুত হবে।

কেন  কোপাইলট (Copilot) থেকে কোপাইলট প্রো (Copilot Pro) ভাল?

কোপাইলট (Copilot) দিয়ে যা করতে পারবেনঃ

  •  ওয়েব সাইটের মাধ্যমে Windows, macOS এবং iPadOS-এ Copilot ব্যবহার করা যায়।
  • GPT-4 এবং GPT-4 Turbo অ্যাক্সেস করুন কোপাইলট (Copilot) ব্যবহারে বাধ্যবাধকতা রয়েছে।
  • চ্যাট করার জন্য লেখা, ভয়েস এবং ছবি ব্যবহার করা যায়।
  •  Bing ইমেজ ক্রিয়েটর এর সাথে প্রতিদিন ১৫ টি বুস্ট সহ AI চিত্র তৈরি করা যায়।

কোপাইলট প্রো (Copilot Pro) দিয়ে যা করতে পারবেনঃ

  •  জিপিটি-4 এবং জিপিটি-4 টার্বো-তে অগ্রাধিকার দেওয়া হয়, যার ফলে দ্রুত সময়ে  সমস্ত কাজ দ্রুত সম্পন্ন করার ক্ষমতা প্রদান করা হয়।
  •  ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং আউটলুক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সুবিধা খুব সহজেই ব্যবহার করা যাবে।
  •  Bing ইমেজ ক্রিয়েটর এর সাথে প্রতিদিন ১০০ টি বুস্ট সহ AI চিত্র তৈরি করা যায়।
আমরা পার্থক্যের দিক বিবেচনা করলে বুঝতে পারি যে  কোপাইলট (Copilot) থেকে কোপাইলট প্রো (Copilot Pro) ভাল।
 
 
 

FAQs

 

১।  কোপাইলট প্রো (Copilot Pro) কি?  

উত্তরঃ কোপাইলট প্রো (Copilot Pro) হলো কোপাইলটের  (Copilot) উন্নত ভার্সন। যা প্রিমিয়াম সাবস্ক্রিপশন সুবিধা প্রদান করা হবে। কোপাইলট প্রো (Copilot Pro) এর মাধ্যমে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং আউটলুক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সুবিধা খুব সহজেই ব্যবহার করা যাবে।
 

২।  কোপাইলট প্রো (Copilot Pro) ব্যবহারের জন্য খরচ কত?

উত্তরঃ প্রতি মাসে গুনতে হবে ২০ ডলার।
 

শেষ কথাঃ

কোপাইলট প্রো (Copilot Pro) এআইতে যে সব সুবিধা পাবেন সে সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা করার চেষ্টা করেছি। আপনাদের কাছে ভালো লাগলে অবশই শেয়ার করতে ভুলবেন না।



Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!