ডাল-ই কি? ডাল-ই ২ দিয়ে যেভাবে এ আই ছবি বানাবেন

MD. RAJIB HOSSAIN
By -
0
ডাল-ই

ডাল-ই কি? ডাল-ই ২ দিয়ে যেভাবে এআই ছবি বানাবেন 

ডাল-ই (Dall-E) ২ কি?

ডাল-ই (Dall-E) 2 হল এক ধরনের জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) যা ব্যবহারকারী দেওয়া লেখা থেকে ছবি তৈরি করে । ডাল-ই (Dall-E) 2 সাধারণত লেখা থেকে তৈরি করতে পারে ছবি, হাতে আঁকা ছবিসহ বিভিন্ন ধরনের নতুন ছবি৷  ডাল-ই (Dall-E) 2 ব্যবহার করার সময় একজন ব্যবহারকারী একটি বাক্যে টাইপ করে প্রম্পট করলে একটি দৃশ্য দেখতে পায়

 

 (toc) #title=(লেখাটিতে যা থাকছে-)-

 

ডাল-ই (Dall-E) 2 দিয়ে যেভাবে এ আই ছবি বানাবেন-

ধাপ-১ঃ ডাল-ই (Dall-E) 2 ওয়েব সাইটে প্রবেশ

ডাল-ই (Dall-E) 2 দিয়ে ছবি তৈরি করার জন্য আপনাকে প্রথমে ডাল-ই (Dall-E) 2 ওয়েব সাইটে প্রবেশ করতে হবে। নিচের ছবির মত Try Dall-e তে ক্লিক করুন। নতুন একটি ট্যাব ওপেন হবে। এ পেজে আপনাকে সাইন আপ করতে হবে। 

ডাল-ই


 

(getCard) #type=(post) #title=(আরও পড়ুন)

 

ধাপ-২ঃ নিজের সম্পর্কে কিছু তথ্য প্রদান

ডাল-ই (Dall-E) 2 একাউন্ট খোলার জন্য আপনি যখন Google Account ক্লিক করবেন। ঠিক তখন আপনাকে দুইটি তথ্য প্রদান করতে হবে।

  •  Full Name: ডাল-ই (Dall-E) 2 যে নামে একাউন্ট করবেন সম্পূর্ণ নাম প্রদান করুন।
  • Birthday: ডাল-ই (Dall-E) 2 একাউন্ট করার জন্য আপনার জন্ম তারিখ প্রদান করুন।
  • Agree: Full Name এবং Birthday প্রদান করা হলে আপনি Agree ক্লিক করুন।

নিচের ছবিটি লক্ষ করুনঃ  

ডাল-ই

ধাপ-৩ঃ মানুষ না রোবট তথ্য প্রদান

ডাল-ই (Dall-E) 2 একাউন্ট খোলার এই ধাপে আপনি মানুষ  না রোবট এই পরীক্ষার জন্য ক্যাপচা পূরণ করতে হবে। নিচের ছবি লক্ষ করুন।

ডাল-ই (Dall-E)

ডাল-ই (Dall-E)

ধাপ-৪ঃ ভেরিভাই শেষে ওয়েব সাইটে প্রবেশ

ডাল-ই (Dall-E) 2 একাউন্ট খোলার জন্য ভেরিভাই শেষ হলে একটি পেজ আসবে সেখানে Continue Button ক্লিক করুন। নিচের ছবি লক্ষ্য করুন।

ডাল-ই (Dall-E)

ধাপ-৫ঃ Start Creating with Dall-E

ডাল-ই (Dall-E) 2 continue করার পর ‍Start Creating With Dall-E ক্লিক করুন। নিচের ছবিটি লক্ষ্য করুন।

 
ডাল-ই


ধাপ-৬ঃ Open Editor নির্ধারণ করুন

ডাল-ই (Dall-E) 2 ওয়েব সাইটে লগ ইন করার পর ডান পাশে তিনটি ডটে ক্লিক করুন। সেখান থেকে Try outpointing open Editor ক্লিক করুন।

ডাল-ই


ধাপ-৭ঃ Buy Credit and Generate Image

ডাল-ই (Dall-E) 2 ছবি তৈরি করতে হলে আপনাকে ক্রেডিট কিনতে হবে। তাছাড়া আপনি ডাল-ই (Dall-E) 2 দিয়ে ছবি তৈরি করতে পারবেন না। ডাল-ই (Dall-E) 2 হলো একটি পেইড কৃত্রিম বুদ্ধিমত্তা ওয়েব সাইট।


আরও পড়ুনঃ এডোবি ফায়ার ফ্লাই ‍কি? কিভাবে ছবি তৈরি করা যায়? How to generate image adobe firefly?


ফ্রি ক্রেডিটের মাধ্যমে আপনি সহজে ডাল-ই (Dall-E) 3 দিয়ে ছবি তৈরি করতে পারেন।

 

FAQs

১। ডাল-ই (Dall-E) 2 কি?

উত্তরঃ ডাল-ই (Dall-E) 2 হল এক ধরনের জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) যা ব্যবহারকারী দেওয়া লেখা থেকে ছবি তৈরি করে ।

 

২। ডাল-ই (Dall-E) দিয়ে কি করা যায়? 

উত্তরঃ ডাল-ই (Dall-E) দিয়ে লেখা থেকে ছবি তৈরি করা যায়।

 

৩। ডাল-ই (Dall-E) 2 এর দাম কত?

উত্তরঃ ডাল-ই (Dall-E) ২ বর্তমানে ফ্রি কোন ক্রেডিট প্রদান করে না। DALL·E 3 HD $0.080 / image খরচ হয়ে থাকে। এছাড়া ছবিগুলির রেজোলিউশনের উপর ভিত্তি করে খরচ পরিবর্তিত হয়: 1024x1024 রেজোলিউশনের জন্য, খরচ প্রতি ছবি $0.020 ৷ 512x512 রেজোলিউশনের জন্য, প্রতি ছবি প্রতি $0.018 খরচ হয়। 256x256 রেজোলিউশনের জন্য, প্রতি ছবি প্রতি $0.016 খরচ হয়।

 

৪। কিভাবে ডাল-ই (Dall-E) ২ ছবিকে এ আই আর্টে পরিণত করা যায়? 

উত্তরঃ আপনি সহজেই আপনার ছবিকে একটি আর্টে পরিণত করতে পারবেন তার জন্য আপনাকে কাঙ্খিত ছবি আপলোড করতে হবে এবং নির্দিষ্ট লেখা প্রদান করে সেটি প্রাণবন্ত আর্টে পরিণত করতে পারবেন সহজেই।

 

৫। বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা আর্ট কোথায় তৈরি করা যায়? 

উত্তরঃ Adobe Firefly দিয়ে আপনি সহজেই লেখা থেকে ছবি সম্পূর্ণ ফ্রিতে তৈরি করতে পারবেন। 

 

শেষ কথাঃ

ডাল-ই কি? ডাল-ই ২ দিয়ে যেভাবে এ আই ছবি বানাবেন আলোচনা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আপনার একটি শেয়ার আমার লেখার ইচ্ছাটাকে আরও বাড়িয়ে দিবে।


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!