ফ্লিকি (Fliki) কি? ফ্লিকি দিয়ে কি ধরনের ভিডিও বানানো যায়?

MD. RAJIB HOSSAIN
By -
0

 

ফ্লিকি (Fliki)

 ফ্লিকি (Fliki) কি? ফ্লিকি দিয়ে কি ধরনের ভিডিও বানানো যায়?

ফ্লিকি (Fliki) এআই ভিডিও জেনেরেটিভ টুলস। ফ্লিকি (Fliki) দিয়ে সহজেই ভিডিও তৈরি করা যায়। বর্তমান সময়ে এআই দিয়ে অনেক মানসম্মত ভিডিও তৈরি করা হচ্ছে। অসংখ্য ভিডিও জেনারেটিভ এআই টুলের মধ্যে ফ্লিকি (Fliki) একটি এআই ভিডিও জেনারেটিভ অন্যতম এআই টুল।

 (toc) #title=(লেখাতে যা যা থাকছে-)  

ফ্লিকি (Fliki) কি?

ফ্লিকি (Fliki) হলো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে লেখা বা টেক্স থেকে ভয়েস বা ভিডিও তৈরির এআই টুলস। ফ্লিকি (Fliki) দিয়ে প্রতিমাসে ৫ মিনিট ফ্রি ভিডিও তৈরি করা যায়। হাইকোয়ালিটি ভিডিও বা ভয়েস তৈরির জন্য ফ্লিকি (Fliki) কে অর্থ প্রদান করতে হবে। 

 

ফ্লিকি দিয়ে যে ধরনের ভিডিও বানানো যায়ঃ

ফ্লিকি (Fliki) তে ১০ এক্স মডেল দ্বারা সহজেই ম্যাজিকের মত ভিডিও তৈরি করতে পারবেন। যে যে ধরনের ভিডিও তৈরি করতে পারবেন নিচে দেওয়া হলোঃ

  • সহজ ইডিটিং
  • দ্রুত রেডারিং
  • কিছু খরচ

মূলত এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে আপনি ফ্লিকি (Fliki) তে ভিডিও তৈরি করতে পারবেন। অপনারদের সুবিধার জন্য নিম্নে আমি কিছু ভিডিও তৈরির স্তর উল্লেখ করলামঃ

 আরও পড়ুনঃ এআই দিয়ে তৈরি নকল কন্ঠ হতে সাবধান ! (alert-success)

১। ভিডিও আইডিয়া (Idea to video):

ফ্লিকি (Fliki)  তে ভিডিও আইডিয়ার মাধ্যমে সহজেই ভিডিও তৈরি করে নিতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে আপনার সঠিক চিন্তাভাবনা অর্থাৎ আপনার চিন্তাগুলো ফ্লিকি (Fliki) তে টেক্স বা লেখা আকারে ইনপুট দেওয়ার সাথে সাথে ফ্লিকি (Fliki) আপনাকে ভিডিও তৈরি করে দিবে। এবং ঐ আইডিয়ার উপর ভিত্তি করে আমি আরও নতুন নতুন আইডিয়া জেনারেট করে ভিডিও তৈরি করতে পারবেন।

২। ব্লগ টু ভিডিও (Blog to video):

আপনার ব্লগ আর্টিকেলের লিংক ফ্লিকি (Fliki) তে প্রদান করে জেনারেট করলে আপনি সহজেই ফ্লিকি (Fliki) থেকে আপনার ব্লগের জন্য একটি ভিডিও তৈরি করে নিতে পারবেন।

৩। পাওয়ার পয়েন্ট প্রজেক্ট ভিডিও (PPT to video):

আপনার  পাওয়ার পয়েন্ট প্রজেক্টের ফাইলটি ফ্লিকি (Fliki) ইনপুট বা আপলোড দিয়ে সহজেই আপনার পাওয়ার পয়েন্ট দিয়ে এআই ভিডিও তৈরি করে নিতে পারবেন।

৪।টুইট টু ভিডিও (Tweet to video):

 টুইট টু ভিডিও বৈশিষ্ট্যের মাধ্যমে ফ্লিকি (Fliki) হতে আপনার টুইট ভিডিও তৈরি করুন আজই।

৫। এ্যাভাটর ভিডিও ( Avatar video) :

ফ্লিকি (Fliki)তে বিভিন্ন এ্যাভাটরের মডেলের সাথে নিজের প্রতিভা কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করুন।

৬। প্রোডাক্ট ভিডিও (Product to video):

বিভিন্ন ধরনের প্রোডাক্টের বিবরণের জন্য বা হাইলাইটের জন্য ভিডিও তৈরি করতে পারবেনা।

 

এছাড়াও আপনি ফ্লিকি (Fliki) হতে outube Videos · Instagram Reels · TikTok · Facebook · LinkedIn · Twitter · Podcasts · Audiobooks জন্য ভিডিও তৈরি করতে পারবেন। বিভিন্ন ই-কমার্স সাইটের জন্য ভিডিও তৈরি করতে পারবেন ফ্লিকি (Fliki) এআইয়ের মাধ্যমে। ব্যবসার জন্য বিভিন্ন ধররনের ভিডিও তৈরি করতে পারবেন। 

 

 আরও পড়ুনঃ নেমলিক্স (Namelix) এআই টুল দিয়ে ব্যবসার নাম বা লগো তৈরি করুন (alert-success)

FAQs 

১। ফ্লিকি (Fliki) এআই এর মাধ্যমে ফ্রি ভিডিও তৈরি করা যায়?

উত্তরঃ ফ্লিকি (Fliki) এআই দিয়ে প্রতিমাসে ৫ মিনিট ফ্রি ভিডিও তৈরি করা যায়। অধিক পরিমাণে ভিডিও তৈরি করতে গেলে আপনাকে ফ্লিকি (Fliki) এআই কে অর্থ প্রদান করতে হবে।

২।  ফ্লিকি (Fliki) কি?

উত্তরঃ ফ্লিকি (Fliki) হলো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে লেখা বা টেক্স থেকে ভয়েস বা ভিডিও তৈরির এআই টুলস। ফ্লিকি (Fliki) দিয়ে প্রতিমাসে ৫ মিনিট ফ্রি ভিডিও তৈরি করা যায়। হাইকোয়ালিটি ভিডিও বা ভয়েস তৈরির জন্য ফ্লিকি (Fliki) কে অর্থ প্রদান করতে হবে। 

৩। ফ্লিকি (Fliki) এআই টুলস কয় ধরনের ভাষা ব্যবহার করা যাবে?

উত্তরঃ  ৭৫+ ল্যাংগুয়েজ সাপোর্ট করে ফ্লিকিতে।

 


শেষ কথাঃ

ফ্লিকি (Fliki) দিয়ে সহজেই আপনি এআই ভিডিও তৈরি করে নিতে পারবেন। উপরোক্ত পোস্টটি ভালো লাগতে অবশ্যই শেয়ার করবেন।

 

 

 

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!