ডাল-ই (Dall-E) ৩ কি? ডাল-ই ৩ দিয়ে যেভাবে এ আই ছবি তৈরি করবেন।

MD. RAJIB HOSSAIN
By -
0

 

ডাল-ই (Dall-E) ৩

ডাল-ই (Dall-E) ৩ কি? ডাল-ই ৩ দিয়ে যেভাবে এ আই ছবি তৈরি করবেন।

ডাল-ই (Dall-E) ২ অপেন আই প্রতিষ্ঠান বাজারে সর্বপ্রথম বাজারে আনে। পরে ডাল-ই (Dall-E) ৩ সংস্করণ বাজারে আনে। ডাল-ই (Dall-E) ৩ হলো নিপুন এবং নিখুঁতভাব ছবি তৈরি করার জন্য এ আই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ন একটি ওয়েব সাইট। ডাল-ই (Dall-E) ৩ ভার্সনে খুব সহজে ছোট বাক্য ব্যবহার করে অনেক ভালো ছবি তৈরি করা যায়। ডাল-ই (Dall-E) ৩ ভার্সন ৩ অক্টোবর ২০২৩ সালে প্রকাশ করা হয়।

 

(toc) #title=(লেখাটিতে যা থাকছে-)

 

ডাল-ই (Dall-E) ৩ কি?

ডাল-ই (Dall-E) ৩ একটি মডেল যা DALL-E 2 এবং ChatGPT-এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, তবে ডাল-ই (Dall-E) ৩ এর কাজ সম্পূর্ণ আলাদা।ব্যবহারকারী দেওয়া Text বা লেখা থেকে নির্ভুলভাবে দুর্দান্ত ছবি তৈরি করে।সবচেয়ে মাজার ব্যাপার হলো ডাল-ই (Dall-E) ৩ মানুষের হাতের আঙ্গুলের সংখ্যা ঠিক রাখতে পারে।


 (getCard) #type=(post) #title=(আরও পড়ুন)

 

ডাল-ই ৩ Bing রেজিস্ট্রেশন করার নিয়মঃ-

ধাপ-১ঃ ওয়েব সাইটে প্রবেশ-

ডাল-ই (Dall-E) ৩ দিয়ে ছবি তৈরির জন্য আপনাকে Dall e 3 Bing লিখে Google অথবা Bing Search করুন অথবা  Create images from words with AI ক্লিক করে ব্রিং ইমেজ ফরম ওয়ার্ড উইথ এ আই ওয়েব সাইটে প্রবেশ করতে হবে। নিচের ছবিটি লক্ষ্য করুন।

ডাল-ই (Dall-E) ৩


ধাপ-২ঃ রেজষ্ট্রেশন বা জয়েনঃ

ডাল-ই (Dall-E) ৩ দিয়ে ছবি তৈরি করার জন্য আপনাকে Microsoft Bing একটি একাউন্ট তৈরি করতে হবে। ডাল-ই (Dall-E) ৩ একাউন্ট করার জন্য Join & Create Button ক্লিক করুন।

নিচের ছবিটি লক্ষ্য করুন-

ডাল-ই (Dall-E) ৩


 

আরও পড়ুনঃ এডোবি ফায়ার ফ্লাই ‍কি? কিভাবে ছবি তৈরি করা যায়? How to generate image adobe firefly?

 

ধাপ-৩ঃ Create one ক্লিক করুন- 

  • Create one ক্লিক করে একটি একাউন্ট তৈরি করতে হবে।

নিচের ছবিটি লক্ষ্য করুন-

ডাল-ই (Dall-E) ৩


ধাপ-৪ঃ E-mail আইডি প্রদানঃ

ডাল-ই (Dall-E) ৩ ছবি তৈরি জন্য একাউন্ট তৈরির এ ধাপে আপনাকে আপনার ই-মেইল আইডি প্রদান করতে হবে। ই-মেইল আইডি প্রদান করার পর Next ক্লিক করতে হবে।

 

নিচের ছবিটি লক্ষ্য করুন-

ডাল-ই (Dall-E) ৩

ধাপ-৫ঃ ব্যক্তিগত তথ্য প্রদান-

ডাল-ই (Dall-E) ৩ ধাপে

  • First Name: আপনার নামের প্রথম অংশ লিখুন।
  • Last Name: আপনার নামের শেষ অংশ লিখুন।
ডাল-ই (Dall-E) ৩



ধাপ-৫ঃ জন্মতারিখ প্রদান-

ডাল-ই (Dall-E) ৩ এ ধাপে আপনার জন্ম তারিখ প্রদান করতে হবে করে Next Button ক্লিক করুন।

নিচের ছবি লক্ষ্য করুন-

ডাল-ই (Dall-E) ৩

 

ধাপ-৬ঃ ই-মেইল কোড প্রদান

 ডাল-ই (Dall-E) ৩ রেজিষ্ট্রেশনের এ ধাপে আপনার ই-মেইলে কোড পাঠানো হবে। কোডটি দিয়ে কনফার্ম করতে হবে।

নিচের ছবি লক্ষ্য করুন-

ডাল-ই (Dall-E) ৩

 

ধাপ-৭ঃ রোবট কিনা মানুষ পরীক্ষা-

 ডাল-ই (Dall-E) ৩ ব্রিং রেজিস্ট্রেশনের এ পর্যায়ে আপনাকে রোবট কিনা মানুষ পরীক্ষা দিতে হবে। 

নিচের ছবিটি লক্ষ্য করুন-

ডাল-ই (Dall-E) ৩

ডাল-ই (Dall-E) ৩


ধাপ-৭ঃ রেজিষ্ট্রেশন শেষে ওয়েব সাইটে প্রবেশ-

রেজিষ্ট্রেশন করার পর ডাল-ই (Dall-E) ৩ ওয়েব সাইটে প্রবেশ।

ডাল-ই (Dall-E) ৩

ডাল-ই ৩ দিয়ে যেভাবে এ আই ছবি তৈরি করবেন।

Bing ডাল-ই (Dall-E) ৩ রেজিস্ট্রেশন করার পর ব্রিং আপনাকে ১৫ ক্রেডিট ফ্রি দিবে এই ১৫ ক্রেডিট দিয়ে সহজেই আপনি ছবি তৈরি করতে পারবেন।

নিচের ছবিটি লক্ষ্য করুন-

ডাল-ই (Dall-E) ৩

বক্সে লিখে Create Click করুনঃ

নিচের বক্সে আমি লিখেছি Dall-E  With AI Robot । চারটি ছবি সাজেশন করে। একটি ছবি তৈরি করতে ১ ক্রেডিট করে কেটে নিবে।

নিচে ছবিটি লক্ষ্য করুন।

ডাল-ই (Dall-E) ৩

 উপরোক্ত বিষয় থেকে অবশ্যই বুঝতে পারছেন যে কিভাবে
ডাল-ই (Dall-E) ৩ ছবি তৈরি করবেন।



FAQs

১। ডাল-ই (Dall-E) ৩ কি?

ডাল-ই (Dall-E) ৩ একটি মডেল যা DALL-E 2 এবং ChatGPT-এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, তবে ডাল-ই (Dall-E) ৩ এর কাজ সম্পূর্ণ আলাদা।ব্যবহারকারী দেওয়া Text বা লেখা থেকে নির্ভুলভাবে দুর্দান্ত ছবি তৈরি করে।


শেষ কথাঃ

ডাল-ই (Dall-E) ৩ আলোচনা আপনাদের কাছে ভালো লাগে এবং এ ধরণের পোস্ট আরো পেতে আমাদের উৎসাহ প্রদান করার জন্য শেয়ার করতে ভুলবেন না।

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!