টোম এআই কি? টোম ব্যবহার করে কি কি করা যায়?

MD. RAJIB HOSSAIN
By -
0

 

টোম এআই

টোম এআই কি? টোম ব্যবহার করে কি কি করা যায়?

টোম এআই বাজারে আসার পরপরই এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বর্তমান এআইয়ের সময়ে বিভিন্ন কোম্পানি তাদের নিজেদের পরিকল্পনা অনুযায়ী এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে এআই টুলস প্রকাশ বা লঞ্চ করেছে। প্রতিনিয়িত আমরা আপনাদের বিভিন্ন এআই টুলস সম্পর্কে ধারণা দিয়ে থাকি। আপনারা বার্ড চ্যাটবট ব্যবহার সম্পর্কে জানাতে পারবেন।

 

 (toc) #title=(লেখাতে যা যা থাকছে-)    


টোম এআই কি?

টোম এআই এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তা যা দ্বারা গল্পের মাধ্যমে কোন প্রেজেন্টেশন বা উপস্থাপন করা যায়।টোম এআই দিয়ে সহজেই ব্যবহারকারী তার প্রেজেন্টেশন বা উপস্থাপনা মূহর্তেই তৈরি করে ফেলতে পারে। টোম এআই প্রকাশের বা লঞ্চের ১ বছরের মধ্যে লক্ষ লক্ষ ব্যবহারকারী অর্জন করতে সক্ষম হয়েছে।

 

 আরও পড়ুনঃ এআই দিয়ে তৈরি নকল কন্ঠ হতে সাবধান ! (alert-success)

 

টোম ব্যবহার করে যা যা করা যায়ঃ

টোম এআই দিয়ে গল্পের মাধ্যমে প্রেজেন্টেশন তৈরি করা যায়। ব্যবহাকারী দেওয়া তথ্যের মাধ্যমে টোম এআই একটি গল্প আকারে চিত্রসহ সহজেই একটি পেজেন্টেশন তৈরি করে। যা প্রত্যেকের কাছে মানান সই এবং সবাই সহজে বুঝতে পারে।টোম এআই সেরা কিছু পয়েন্ট নিচে উল্লেখ করা হলোঃ

১। fundraising-pitch:

সহজেই টোম এআই এর মাধ্যমে ফাউন্ডারসিং পিচ অর্থাৎ তথ্য সংগ্রহের মাধ্য সহজেই প্রেজেন্টেশন তৈরি করা যায়।

২। Forest Theme: 

ফরেস্ট থিমের মাধ্যমে সহজেই বন বা প্রাকৃতিক বা ভৌগলিক কোন প্রেজেন্টেশন টোম এআই এর মাধ্যমে তৈরি করে নিতে পারেন।

৩। Product Design Review:

প্রোডাক্ট ডিজাইন রিভিউ এর মাধ্যমে সহজেই টোম এআই এর মাধ্যমে আপনার ডিজাইন করা প্রোডাক্টের ডিজাইন খুব সুন্দরভাবে সহজেই পয়েন্ট আকারে উপস্থাপন করতে পারবেন।

৪। অন্যান্যঃ

 এছাড়াও টোম এআই দিয়ে Sales Pitch, Product Design Portfolio, Marketing Site, Mood Board Creative, Clay Theme প্রেজেন্টেশন তৈরি করে উপস্থাপন করতে পারবেন খুব সহজেই।

 

 

 আরও পড়ুনঃ ফ্লিকি (Fliki) কি? ফ্লিকি দিয়ে কি ধরনের ভিডিও বানানো যায়? (alert-success)

 

 FAQs : টোম এআই সম্পর্কে সচারচর যা জিজ্ঞাসা করা হয়-

১।টোম এআই কি?

উত্তরঃ টোম এআই এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তা যা দ্বারা গল্পের মাধ্যমে কোন প্রেজেন্টেশন বা উপস্থাপন করা যায়।

২। টোম এআই বিনামূল্যে ব্যবহার করা যায়?

উত্তরঃ টোম এআই বিনামূল্যে সীমিতভাবে ব্যবহার করা যায়। টোম এআই ফ্রি ৫০০ ক্রেডিট প্রদান করে। আপনার উন্নতমানের কাজের জন্য টোম এআই এর পেইড ভার্সন ব্যবহার করতে হবে।

 

শেষ কথাঃ 

টোম এআই ব্যবহার সম্পর্কে আপনার সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছি। আজকের আলোচনা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।

 

 

 

 

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!