ফিউচারপিডিয়া কি এবং কত প্রকার আই টুলস পাওয়া যায়? What is futurepedia

MD. RAJIB HOSSAIN
By -
0

 

ফিউচারপিডিয়া

ফিউচারপিডিয়া কি? ফিউচারপিডিয়া দিয়ে কি করা যায়? What is futurepedia

আলোড়ন সৃষ্টিকারী চ্যাটজিপিটির নাম শোনেনি এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। বর্তমান সময়ে এআই আস্তে আস্তে শক্তিশালী হয়ে যাচ্ছে। ভাবিষতে এআই টুলসের ওপর নির্ভর করে বিভিন্ন কর্মসংস্থান তৈরি হবে।

 

    (toc) #title=(লেখাতে যা যা থাকছে-)  

 

ফিউচারপিডিয়া কি?

ফিউচারপিডিয়া হলো বিভিন্ন এআই টুলসের ক্রয়-বিক্রয়ের বাজার। ফিউচারপিডিয়া ই-কমার্স এআই টুলসের মার্কেট। ফিউচারপিডিয়া বড় সুবিধা হলো কোন প্রকার লগইন ছাড়াই ফিউচারপিডিয়া সাইটে প্রবেশ করা যায়।ফিউচারপিডিয়া প্রবেশের পর আপনার সামনে আসবে আকর্ষনীয় এক মনোমুদ্ধকর ফিচার। দেখতে পারবেন ফিউচারপিডিয়াতে প্রতিদিনের আপডেট করা এআই টুলসের তালিকা। ফিউচারপিডিয়া প্রবেশের পর প্রথমে চোখে পড়বে বড় একটি এআই সার্চ বার। যে সার্চ বারের মাধ্যমে ফিউচারপিডিয়াতে যুক্ত করা এআই টুলসের সমাহার থেকে বেছে নিতে পারবেন আপনার চাহিদা মোতাবেক এআই টুলস। ফিউচারপিডিয়াতে বর্তমানে ৫৫০০+ এআই টুলস রয়েছে।


 আরও পড়ুনঃ এআই দিয়ে তৈরি নকল কন্ঠ হতে সাবধান ! (alert-success)

 

ফিউচারপিডিয়া যে যে এআই টুলস পাবেনঃ

বিভিন্ন ক্যাটাগরির এআই টুলস ফ্রি এবং প্রিমিয়াম ব্যবহারঃ

ফিউচারপিডিয়াতে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। যে সব ক্যাটাগরি ব্যবহার করে সহজেই আপনি বিভিন্ন এআই টুলস ফ্রি এবং প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে পারবেন।

 

এআই প্রোডাক্টিভিটি টুলসঃ 

ফিউচারপিডিয়াতে এআই প্রোডাক্টিভিটি টুলসের অনেকগুলো ক্যাটাগরি আছে যে সব ক্যাটগরি থেকে আপনি সহজেই বিভিন্ন ক্যাটাগরির এআই টুলস কিনতে পারবেন।বর্তমানে এই আর্টিকেল লেখা পর্যন্ত ক্যাগরি এবং এআইয়ের সংখ্যা দেওয়া হলোঃ

  • ওয়েবে সাইট বিল্ডারঃ এ ক্যাটাগরিত মোট ৩৫টি এআই টুলস আছে।
  • মার্কেটিংঃ এ ক্যাটাগরিত মোট ৪৮টি এআই টুলস আছে।
  • ফিন্যান্সঃ এ ক্যাটাগরিত মোট ১০৪টি এআই টুলস আছে।
  • প্রজেক্ট ম্যানেজম্যান্টঃ  এ ক্যাটাগরিত মোট ৩৯টি এআই টুলস আছে।
  • সোসাইল মিডিয়াঃ  এ ক্যাটাগরিত মোট ২৪০টি এআই টুলস আছে।

উপরোক্ত ক্যাটাগরির টুলস আপনি ফ্রি এবং প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে পারবেন।

 

 আরও পড়ুনঃ এআই ভিত্তিক কর্মসংস্থান হবে যেসব জায়গায় (alert-success)

 

এআই টেক্স জেনারেটর টুলসঃ 

ফিউচারপিডিয়াতে টেক্স জেনারেটর এআই টুলস গুলে দিয়ে আপনি চ্যাটজিপিট মত বিভিন্ন কাজ সহজেই করতে পারেন ।এআই টেক্স জেনারেটর টুলসের অনেকগুলো ক্যাটাগরি আছে। নিম্নে ক্যাটাগরি গুলো দেওয়া হলোঃ

  • প্রোমট জেনারেটরঃ এ ক্যাটাগরিত মোট ১৩৩টি এআই টুলস আছে।
  •  রাইটিং জেনারেটরঃ এ ক্যাটাগরিত মোট ৩১৩টি এআই টুলস আছে।
  • প্রেরাগ্রাফিংঃ এ ক্যাটাগরিত মোট ৩৫টি এআই টুলস আছে।
  • স্টোরি টেলারঃ এ ক্যাটাগরিত মোট ৯১টি এআই টুলস আছে। 
  • কপি রাইটিংঃ এ ক্যাটাগরিত মোট ২১৯টি এআই টুলস আছে। 
 

এআই আর্ট জেনারেটর টুলসঃ 

ফিউচারপিডিয়াতে এআই আর্ট জেনারেট অনেকগুলো টুলস আছে যেগুলো এডোবি ফায়ারফ্লাই, মিডজার্নির মত সহজেই আর্ট করা যায়।এআই আর্ট জেনারেটর টুলসের অনেকগুলো ক্যাটাগরি আছে। নিম্নে ক্যাটাগরি গুলো দেওয়া হলোঃ

  • কার্টুন জেনারেটরঃ এ ক্যাটাগরিত মোট ২৫টি এআই টুলস আছে।
  •  প্রোটরেট জেনারেটরঃ এ ক্যাটাগরিত মোট ২৫টি এআই টুলস আছে।
  • ইমেজ টু ইমেজঃ এ ক্যাটাগরিত মোট ৩১টি এআই টুলস আছে।
  • আর্ট এ ক্যাটাগরিত মোট ১৫৯টি এআই টুলস আছে। 
  • ড্রয়িংঃ এ ক্যাটাগরিত মোট ২৪টি এআই টুলস আছে।


মাইস এআই টুলসঃ 

ফিউচারপিডিয়াতে মাইস এআই টুলসের অনেকগুলো ক্যাটাগরি আছে। নিম্নে ক্যাটাগরি গুলো দেওয়া হলোঃ

  • ফিটনেসঃ এ ক্যাটাগরিত মোট ৩৮টি এআই টুলস আছে।
  •  রিলিজিয়নঃ এ ক্যাটাগরিত মোট ১৪টি এআই টুলস আছে।
  • ফ্রি এআই টুলসঃ এ ক্যাটাগরিত মোট ৪৬টি এআই টুলস আছে।
  • জেনারেটিভ এআই টুলসঃ এ ক্যাটাগরিত মোট ৮৩টি এআই টুলস আছে। 
  • ফ্যাশনঃ এ ক্যাটাগরিত মোট ২২টি এআই টুলস আছে।



এআই ভিডিও জেনারেটর টুলসঃ 

ফিউচারপিডিয়াতে এআই ভিডিও জেনারেটিভ ডিআডি এর মত ভিডিওয় জেনারেটর অনেক এ আই টুলস আছে। এআই ভিডিও জেনারেটর টুলসের অনেকগুলো ক্যাটাগরি আছে। নিম্নে ক্যাটাগরি গুলো দেওয়া হলোঃ

  • ভিডিও ইনহানসারঃ এ ক্যাটাগরিত মোট ৩০টি এআই টুলস আছে।
  •  ভিডিও এডিটিংঃ এ ক্যাটাগরিত মোট ৮৪টি এআই টুলস আছে।
  • ভিডিও জেনারেটরঃ এ ক্যাটাগরিত মোট ১২২টি এআই টুলস আছে।
  • টেক্স টু ভিডিওঃ এ ক্যাটাগরিত মোট ২৯টি এআই টুলস আছে। 
 

এআই ইমেজ জেনারেটর টুলসঃ 

ফিউচারপিডিয়াতে এআই ইমেজ জেনারেটর টুলসের অনেকগুলো ক্যাটাগরি আছে। নিম্নে ক্যাটাগরি গুলো দেওয়া হলোঃ

  • ডিজাইন জেনারেটঃ এ ক্যাটাগরিত মোট ৩০টি এআই টুলস আছে।
  • ইমেজ জেনারেটরঃ এ ক্যাটাগরিত মোট ৮৪টি এআই টুলস আছে।
  • ইমেজ ইডিটিংঃ এ ক্যাটাগরিত মোট ১২২টি এআই টুলস আছে।
  • টেক্স টু ইমেজঃ এ ক্যাটাগরিত মোট ২৯টি এআই টুলস আছে।
 
 

এআই অডিও জেনারেটর টুলসঃ 

ফিউচারপিডিয়াতে এআই অডিও জেনারেটর টুলসের অনেকগুলো ক্যাটাগরি আছে। নিম্নে ক্যাটাগরি গুলো দেওয়া হলোঃ

  • অডিও এডিটিংঃ এ ক্যাটাগরিত মোট ৬৫টি এআই টুলস আছে।
  • টেক্স স্পেসঃ এ ক্যাটাগরিত মোট ৮৪টি এআই টুলস আছে।
  • মিউজিকঃ এ ক্যাটাগরিত মোট ১১১টি এআই টুলস আছে।
  • ট্রান্সক্রাইভারঃ এ ক্যাটাগরিত মোট ১৩১টি এআই টুলস আছে।
 
 

এআই অডিও জেনারেটর টুলসঃ 

ফিউচারপিডিয়াতে এডোবি পডকাস্টের মত অনেক এআই টুলস আছে।এআই অডিও জেনারেটর টুলসের অনেকগুলো ক্যাটাগরি আছে। নিম্নে ক্যাটাগরি গুলো দেওয়া হলোঃ

  • অডিও এডিটিংঃ এ ক্যাটাগরিত মোট ৬৫টি এআই টুলস আছে।
  • টেক্স স্পেসঃ এ ক্যাটাগরিত মোট ৮৪টি এআই টুলস আছে।
  • মিউজিকঃ এ ক্যাটাগরিত মোট ১১১টি এআই টুলস আছে।
  • ট্রান্সক্রাইভারঃ এ ক্যাটাগরিত মোট ১৩১টি এআই টুলস আছে।
 

এআই কোড জেনারেটর টুলসঃ 

ফিউচারপিডিয়াতে এআই অডিও জেনারেটর টুলসের অনেকগুলো ক্যাটাগরি আছে। নিম্নে ক্যাটাগরি গুলো দেওয়া হলোঃ

  • কোড এ্যাসিস্টেন্ট এ ক্যাটাগরিত মোট ১৫৭টি এআই টুলস আছে।
  • লো কোড/ নো কোডঃ এ ক্যাটাগরিত মোট ২০৫টি এআই টুলস আছে।
  • একিউএলঃ এ ক্যাটাগরিত মোট ৫৩টি এআই টুলস আছে।
 

FAQs

১। ফিউচারপিডিয়া কি?

ফিউচারপিডিয়া হলো বিভিন্ন এআই টুলসের ক্রয়-বিক্রয়ের বাজার। ফিউচারপিডিয়া ই-কমার্স এআই টুলসের মার্কেট। ফিউচারপিডিয়া বড় সুবিধা হলো কোন প্রকার লগইন ছাড়াই ফিউচারপিডিয়া সাইটে প্রবেশ করা যায়।
 

২। ফিউচারপিডিয়াতে ফ্রি এআই টুলস পাওয়া যায়?

উত্তরঃ ফিউচারপিডিয়াতে ফ্রি এবং পেইড দুই ধরণের এআই টুলস পাওয়া যায়।
 

শেষ কথাঃ 

ভবিষতে ফিউচারপিডিয়া এআই টুলসের আরও সমাহার হবে। উপরোক্ত আলোচনা ভালো লাগলে শেয়ার এবং মতামত জানাতে ভুলবেন না।



Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!