নেমলিক্স (Namelix) এআই টুল দিয়ে ব্যবসার নাম বা লগো তৈরি করুন

MD. RAJIB HOSSAIN
By -
0

 

নেমলিক্স (Namelix)

নেমলিক্স (Namelix) এআই টুল দিয়ে ব্যবসার নাম বা লগো তৈরি করুন

নেমলিক্স (Namelix) এআই টুল দিয়ে সহজেই আপনি আপনার ব্যবসা বা ব্যান্ডের জন্য সহজেই একটি নাম বা লগো তৈরি করে নিতে পারবেন। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নেমলিক্স (Namelix) এআই তৈরি করা হয়েছে। তাই যে কেউ লগো ডিজাইনের অভিজ্ঞতা ছাড়ায় তার কোম্পানি বা ব্রান্ডের জন্য সহজেই একটি লগো তৈরি করে নিতে পারেন।

 (toc) #title=(লেখাতে যা যা থাকছে-)  

নেমলিক্স (Namelix) কি?

নেমলিক্স (Namelix) হলো ব্যবসার নাম তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তা যা দিয়ে সহজেই ব্যবসার নাম বা লগো বা ব্রান্ড তৈরি করা যায়। ব্যবসার নাম তৈরির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার অত্যাধুনিক ভাষার মডেল ব্যবহার করা হয়েছে। ফলে সহজেই নেমলিক্স (Namelix) থেকে শুধুমাত্র লেখা ইনপুটের মাধ্যমে ব্যবসার নাম নির্ধারণ করা যায়।

 আরও পড়ুনঃ এআই দিয়ে তৈরি নকল কন্ঠ হতে সাবধান ! (alert-success)

যেভাবে নেমলিক্স (Namelix) থেকে ব্যবসার নাম বা লগো তৈরি করবেনঃ

প্রথমে আপনাকে নেমলিক্স (Namelix) ওয়েব সাইটে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর আপনি আকর্ষণীয় একটি ইন্টারফেস দেখতে পারবেন। ব্যবসার নাম বা লগো তৈরির জন্য একটি বক্স দেখতে পারবেন বক্সে আপনার ব্যবসার নাম লিখে দিলেই সহজেই আপনি তৈরি করতে পারবেন আপনার ব্যবসার নাম বা লগো।

ধাপ-১ঃ ব্যবসার নাম ইনপুট করা-

নেমলিক্স (Namelix) বক্সে আপনার ব্যবসার নাম লিখুন আমি লিখেছি Dhaka It Fram আপনি আপনার ইচ্ছামত নাম দিন।

নেমলিক্স (Namelix)

ধাপ-২ঃ নামের স্টাইল নির্বাচন-

নেমলিক্স (Namelix) নাম লেখার পর Generate ক্লিক করার পর আপনাকে অন্য একটি পেজে নিয়ে যাবে সেখানে Name style থেকে Auto Select করুন।

নেমলিক্স (Namelix)

ধাপ-৩ঃ নামের স্টাইল নির্বাচন-

নেমলিক্স (Namelix) Name style থেকে Auto Select করার পর পরবর্তী Randomness থেকে High সিলেক্ট করুন।

নেমলিক্স (Namelix)

 

ধাপ-৪ঃ নামের স্টাইল নির্বাচন-

নেমলিক্স (Namelix) সর্বশেষে ব্র্যান্ড ইনফো দেখে Generate ক্লিক করুন।

নেমলিক্স (Namelix)

 

 
নেমলিক্স (Namelix)

নেমলিক্স (Namelix) এআই টুল দিয়ে ব্যবসার নাম নির্বাচনের পদ্ধতি বুঝতে পারছেন।
 

 

 আরও পড়ুনঃ ফিউচারপিডিয়া কি এবং কত প্রকার আই টুলস পাওয়া যায়? What is futurepedia (alert-success)

 

FAQs

১।  নেমলিক্স (Namelix) কি ফ্রি ব্যবহার করা যায়?

উত্তরঃ নেমলিক্স (Namelix) সম্পূর্ণ ফ্রি ব্যবহারের জন্য উম্মুক্ত করা হয়েছে।

২। নেমলিক্স (Namelix) কি আসলভাবে জেনোরেট করে?

উত্তরঃ  নেমলিক্স (Namelix) ব্যবসার নাম জেনারেট করার এআই সফটওয়ার। এটি অনেক সময় ভুল তথ্যও প্রদান করতে পারে।

৩। নেমলিক্স (Namelix) কি?

উত্তরঃ নেমলিক্স (Namelix) হলো ব্যবসার নামের জন্য সহজেই নাম বা লগো বা ব্রান্ড তৈরি করা যায়। ব্যবসার নাম তৈরির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার অত্যাধুনিক ভাষার মডেল ব্যবহার করা হয়েছে। ফলে সহজেই নেমলিক্স (Namelix) থেকে শুধুমাত্র লেখা ইনপুটের মাধ্যমে ব্যবসার নাম নির্ধারণ করা যায়।


শেষ কথাঃ

নেমলিক্স (Namelix) এআই টুল দিয়ে ব্যবসার নাম বা লগো তৈরি করার বিষয়টি খুব ভালোভাবেই বুঝতে পারছেন। যদি লেখাটি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না।




Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!