জেনে নেই এআই সম্পর্কে বিভিন্ন প্রশ্ন ও উত্তর

Farhan sadik Efty
By -
0

 

 জেনে নেই এআই সম্পর্কে বিভিন্ন প্রশ্ন ও উত্তর


আজকে আপনাদের এআই সম্পর্কে বিভিন্ন প্রশ্ন এবং উত্তর তুলে ধরার চেষ্টা করব। বর্তমানে এআই সম্পর্কে মানুষের জানার কৌতুহল অনেক বেশি।



১। এআই কী? 

উত্তরঃ মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। অর্থাৎ মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে নিউরিক্যাল ল্যাংগুয়েজের মাধ্যমে কম্পিউটার যন্ত্রকে কৃত্রিম প্রযুক্তি নির্ভর করে মানুষের সমজ্ঞান সম্পন্ন করার প্রক্রিয়া হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। 

 

২। এআই কেন গুরুত্বপূর্ন?

উত্তরঃ এআই মানুষের জীবনকে সহজ করতে সাহায্য করে এবং নতুন প্রযুক্তির মাধ্যমে আরও জানার পরিধি তৈরি করে । শুধু তাই নয় ভবিষতে এআই মানুষের মনের ভাব বুঝতে পারবে।


৩। এআই কীভাবে কাজ করে?

উত্তরঃ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা মেশিনের মাধ্যমে কাজ পরিচালনা বুদ্ধিমত্তাকে বোঝায়। এআই অনুধাবন করতে পারে এআই মূলত বিভিন্ন সেন্সর, যেমন ক্যামেরা, মাইক্রোফোন, বা ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে। ডিপ লার্নিং,  মেশিন লার্নিং কাজে লাগিয়ে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজ করে।


৪। এআই এর জনক কে?

উত্তরঃ  এআই এর জনক হচ্ছে জন ম্যাকার্থী (John McCarthy)।

 

৫। এআই কত সালে তৈরি হয়েছে?

উত্তরঃ 1980 সালে এআই তৈরি হয়েছে।

 

৬। এআই মানব জীবনে কতটুকু ঝুঁকিপূর্ণ?

উত্তরঃ প্রতিটি জিনিসের কিছু ভালদিক আছে আবার মন্দ দিকও আছে। তাই এআই মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে।


৭। এআই কত প্রকার?

উত্তরঃ এআই চার প্রকার।

 

৮। এআই এর ধারণা শুরু হয় কত সাল থেকে? 

উত্তরঃ 1956 সালে এর ধারণা শুরু হয় বলে বেশিরভাগ ধারণা করা হয়।


৯। রোগ নির্নয় এর ক্ষেত্রে এআই কত সালে ব্যবহার হয়?

উত্তরঃ ব্যাপকভাবে ব্যবহার শুরু হয় 1970 সালের দিকে।

 

১০। এআই কি কি সুবিধা দিতে সক্ষম?

উত্তরঃ এআই মুলত যে সুবিধাগুলে দিতে পারে- নিখুঁত কাজ, অবিরাম পরিশ্রম ইত্যাদি। 

 

১১। ভবিষতে এআই কেমন হবে?

উত্তরঃ এআই এর ভবিষৎ মানুষের সহযোগিতার দিকে নিযে যাচ্ছে এবং স্বাস্থসেবায়, শিক্ষায় অগ্রগতির সম্ভবনা প্রচুর অবদান রাখবে এআই।

 

১২। এআই কি কবিতা লিখতে পারে?

উত্তরঃ কৃত্রিম বুদ্ধিমত্তা কবিতা লিখতে পারে তবে এখনো মানুষের মত পারদর্শীতা অর্জন করতে পারেনি।


১৩। এআই কি কি কাজে ব্যবহৃত হচ্ছে?

উত্তরঃ এআই নিরাপত্তা, চিকিৎসা. শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার হয়। 

 

১৪। এআই কত ধরণের হয়ে থাকে?

উত্তরঃ সাধারণ এআই (General AI). সাম্প্রতিক এআই (Narrow AI). কৃত্রিম বুদ্ধিমত্তা  (Artificial Intelligence). জটিল এআই (Complex AI). সম্ভাব্য এআই (Potential AI)।

 

১৫। এআই এবং মানুষের মধ্যে পার্থক্য কি?

উত্তরঃ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো এটি মানুষের সমজ্ঞান হতে পারবে না । 

 

১৬। সাম্প্রতিক এআই (Narrow AI)

উত্তরঃ এআই ইনটেলিজেন্ট শুষু মাত্র নিদিষ্ট বিষয়ের উপরে কাজ করতে পারে। বর্তমানে আমরা এই ইনটেলিজেন্ট ব্যবহার করি।

 

 ১৭। স্ট্রং এআই?

 উত্তরঃ মেশিন বা কম্পিউটার যখন মানুষের মতো কাজ করতে পারবে তখন তাকে বলা হবে স্ট্রং এআই। 


 ১৮। এআই এর সুরক্ষা সম্পর্কে কী জনা দরকার?

 উত্তরঃ এআই সুরক্ষা সম্পর্কে জানা দরকার অনেক গুরুত্বপূর্ণ। এআই যেসব সিস্টমে, এপ্লিকেশন এবং প্লাটফর্মে ব্যবহৃত হয় সেগুলোর সুরক্ষা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যেন তার ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য এবং সংস্থার গোপনীয়তার নিশ্চিত থাকে। 

 

১৯। এআই ব্যবহার করা যাবে কোথায় এবং কীভাবে?

উত্তরঃ এআই ব্যবহার করা যায় অনেক ক্ষেত্রে এবং বিভিন্ন উদ্দেশ্যে যেমনঃ নিরাপত্তা ও সুরক্ষা, প্রোগ্রামিং সহায়তা, চিত্র বা ভিডিও ব্যবহার ক্ষেত্রে, প্রতিবেদন তৈরির ক্ষেত্রে।

 

২০। এআই এর ক্ষেত্র গুলো কী কী?

 উত্তরঃ এআই এর ক্ষেত্র যেমনঃ মেশিন লানিং এবং ডিপ লানিং, নিদিষ্ঠ কোনো কাজে এআই, মৌলিক এআই গবেষণা, নিরাপত্তা এআই এর ব্যবহার এবং সমাজগত এআই।

 

২১।এআই এর কী দূর্বলতা আছে?

 উত্তরঃ হ্যাঁ , এআই এর কিছু দূর্বলতা আছে যেমন, সক্ষমতা সংক্রান্ত সমস্যা, ডেটা সংগ্রহ সমস্যা ইত্যাদি।


 ২২। এআই কী অনুভূতি আছে?

উত্তরঃ এআই মানুষের মত অনুভূতি আছে। যেমনঃ ভবনা, চিন্তা, অভিজ্ঞাতা ইত্যাদি।  

 

২৩। কীভাবে এআই  স্বাস্থ সেবা প্রদান করতে পারে?

 উত্তরঃ এআই স্বাস্থ সেবা প্রদান করতে পারে, ডাক্তার রোবট, অনলাইন হেল্থ পরামর্শ ইত্যাদি ভাবে স্বাস্থ সেবা প্রদান কর। 


 ২৪। এআই কীভাবে শিক্ষা প্রদান করতে পারে? 

উত্তরঃ এআই শিক্ষা প্রদান করতে পারে প্রাথমিক শিক্ষা অধ্যাপনা উন্নত করতে পারে এআই। এআই প্রথমে ছাত্র-ছাত্রীদের শেখার পদ্ধতি শিখিয়ে উন্নত করে দিতে পারবে এবং তাদের পড়াশোনার গতি বৃদ্ধি করে। 


 ২৫। এআই কি ব্যবসা করতে পারে?

উত্তরঃ এআই ব্যবসা করতে পারে না। তবে ব্যবসার বিভিন্ন কাজে সাহায্য করতে পারে।


 ২৬। এআই কীভাবে নিজের কাজ নিজে করতে পারে?

 উত্তরঃ এআই নিজের কাজ নিজেই করতে পারে যেমনঃ সিদ্ধান্ত নেওয়া, কোন কাজ ভেবে করা, সমস্যার সমাধান করা ইত্যাদি কাজ করতে পারে।

 

২৭। এআই কীভাবে নিরাপদ ভাবে কাজ করতে পারে? 

উত্তরঃ এআই নিরাপদ ভাবে কাজ করতে পারে সাইবার সুরক্ষা, ডেটা প্রাইভেসি, ইত্যাদি।


 ২৮। এআই কী মনের ভাব বুঝাতে পারে?

উত্তরঃ এআই মনের ভাব বুঝতে পারে যেমনঃ টেক্সট, ছবি, ভিডিও ইত্যাদি।

 

২৯। এআই কীভাবে  বিপদ এর সময়  সহায়তা করতে পারে?

উত্তরঃ এআই বিপদের সময় বিভিন্ন ধরণের সর্তক এলার্ট প্রদানের মাধ্যমে সাহায্য করতে পারে।


৩০। জেমিনি (Gemini) কীভাবে কাজ করে।

উত্তরঃ জেমিনি নতুন এআই টুল এটি মাল্টিমডেল টুল যা একই সময়ে অধিক কাজ করতে পারে। এই টুলটি শুধুমাত্র চ্যাট জিপিটি এর মতো প্রশ্নের উত্তর দেয় না জেমিনি এআই টুল একই সাথে আরো অনেক কাজ করে থাকে।

 

৩১। ওপেন এআই বা চ্যাট জিপিটি  (ChatGPT) কীভাবে কাজ করে?

উত্তরঃ ওপেন এআই চ্যাট বট ইন্টারনেট উপলদ্ধ টেক্সট ডাটাবেজ থেকে তথ্য সংগ্রহ করে কাজ করে। ইন্টারনেট এ থাকা ওয়েব পেজ ওয়েব, টেক্স, বই, উইকিপিডিয়া, আর্টিকেল সহ বিভিন্ন সোর্স থেকে 570 জিবির বেশি ডাটা সংগ্রহ করে এই চ্যাট জিপিটি। শুধু তাই নয় এই চ্যাট বটে রয়েছে 300 বিলিয়ন শব্দের ভান্ডার। 

 

৩২। ফটো এইড এআই কী? 

উত্তরঃ ফটো এইড হলো কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ঝপসা ছবি সুন্দর করার এআই টুলস। যা  ছবি আপলোডের মাধ্যমে ব্যবহারকারী তার ছবি প্রাণবন্তভাবে তৈরি করতে পারে।


৩৩। টোম এআই কী? 

উত্তরঃ টোম এআই এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে গল্পের মাধ্যমে কোন প্রেজেন্টেশন বা উপস্থাপন করা যায়। টোম এআই দিয়ে সহজেই ব্যবহারকারী তার প্রেজেন্টেশন বা উপস্থাপন মুহর্তেই তৈরি করে ফেলতে পারে। টোম এআই প্রকাশের বা রঞ্চের এক বছর পরে লক্ষ লক্ষ ব্যবহারকরী অর্জন করে ফেলে।

 

 ৩৪। বার্ড কী?

উত্তরঃ কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চ্যাটবট। বার্ড মানুষ নয় এটির নিজস্ব চিন্তাভাবনা বা অনুভুতি নেই যদিও এটি মানুষের মতো উত্তর দিতে সক্ষম।

 

৩৫। কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে কাজ করে? 

উত্তর?  কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন তথ্য আয়ত করতে পারে সেগুলো সম্পর্কে মানুষের মত করে ‍উত্তর দিতে পারে।


 ৩৬। এডোবি ফায়ার ফ্লাই কী?

উত্তরঃ এডোবি ফায়ার ফ্লাই হলো একটি ওয়েব এপ্লিকেশন। যা একটি ছবি তৈরি করতে অটেমেটোড জেনারেট এআই এর মাধ্যমে সৃজনশীল কর্ম প্রবাহকে সহজ করে তৈরি করতে এডোবি ফায়ার ফ্লাই বিশেষ ভূমিকা পালন করতে পারে।


৩৭। কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরিতে কোন প্রোগ্রাম ব্যবহার করা হয়?

উত্তরঃ পাইথন প্রোগ্রাম ব্যবহার করা হয়।

 

৩৮। এআই বাস্তব জীবনে কোথায় ব্যবহার হয়?

উত্তরঃ এআই বাস্তব জীবনে অনেক জায়গায় ব্যবহার হয় যেমনঃ ব্যবসা, শিক্ষা, স্বাস্থ সেবা, পরিদর্শন, যানবাহন, বিজ্ঞান ও প্রযুক্তি।

 

৩৯। এআই কী সাধারণ মেশিন গুলো থেকে আলাদা?

উত্তরঃ এআই সাধারণ মেশিন থেকে আলাদা, এআই মেমিন বুঝতে পারে নির্ধারণ করতে পারে এবং ভালোভাবে কাজ করতে পারে।

 

৪০। এআই এর কারণে আমাদের কী ক্ষতি হতে পারে?

উত্তরঃ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই অনেক কাজ স্বয়ংক্রিয় করার সম্ভাবনা রয়েছে,  যার ফলে বেকারত্ব এবং অর্থনৈতিক বৈষম্য হতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই সিস্টেমগুলি বিপুল পরিমাণে ব্যক্তিগত ডেটা সংগ্রহ এবং সংরক্ষন করতে পারে যা শোষণ বা অপব্যবহার করা যেতে পারে।


 ৪১।মেশিন লানিং কী? 

উত্তরঃ মেশিন লানিং থেকে প্যাটার্ন শেখাতে পারে এবং সেই প্যাটার্ন ব্যবহার করে নতুন ডেটা বা প্রবলেমর সমাধানে ব্যবহার করা যেতে পারে।

 

৪২। নিউরাল নেটওয়ার্ক কী?

উত্তরঃ নিউরাল নেটওয়ার্ক হলো একটি প্রযুক্তি যা মেশিন লানিং ব্যবহার করা হয় যার মাধ্যমে কৃত্রিমবুদ্ধিমত্তা প্রযুক্তি নতুন কিছু শিখতে পারে।

৪৩। এআই এর উপকারিতা কী? 

উত্তরঃ এআই মানুষের সাহায্য করে এবং দৈনিন্দ কাজ সহজ করে তুলে নিরাপত্তা বাড়ায় এবং নতুন প্রযুক্তি সৃ্ষ্টি করে।

 

৪৪। স্কিম লানিং কী?

উত্তরঃ স্কিম লানিং হলো একটি এআই যা নিজে কোন কিছু নির্ধারণ করে কাজ করে।

 

৪৫। এআই এর কী কী শাখা আছে?

উত্তরঃ এআই এর অনেক শাখা আছে, যার মধ্যে রয়েছেঃ প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ, মেশিন লানিং, গভীর শেখা, কম্পিউটার ভিশন, রোবোটিক্স। 


৪৬। এআই কতটা উন্নত?

উত্তরঃ এআই অকেক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। উদাহরণ, এআই দিয়ে গেম খেলা, ভাষা অনুবাদ করা, চিত্র শনাক্ত করা, এবং স্বায়্ত্তশসিত যানবাহন চালানোর ক্ষেত্রে পারদর্শী।


৪৭। ডিপ লানিং কী?

উত্তরঃ ডিপ লানিং হলো মেশিং লানিং এর একটি শাখা যেখানে কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে ডেটা থেকে শেখা হয়। এই নেটওয়ার্ক গুলো জৈবিক মস্তিস্কের অনুকরণে তৈরি করা হয় এবং ডেটা থেকে জটিল প্যাটার্ন এবং সম্পর্ক শেখা তাদের পক্ষে সম্ভব।

 

৪৮। এআই কী শিল্পের মত কাজ করতে পারে?

উত্তরঃ এআই পেইন্টিং তৈরি করতে পারে, সঙ্গিত রচনা করতে পারে, এবং এমনটি কবিতা লিখতে পারে।

 

৪৯। এআই কী জলবায়ু পরিবর্তন সম্পর্কে পূর্বভাস দিতে বা লরাই করতে পারে?

উত্তরঃ এআই আবহাওয়ার ধরণ গুলোর পূর্বভাস দিতে পারে, শক্তির ব্যবহারকে অপ্টিমাইজ করতে পারে টেকসই প্রযুক্তি মাধ্যমে জলবায়ুর পরিবর্তন করতে এআই লরাই করবে। 

 

৫০। কীভাবে এআই সম্পর্কে আরও জানা যায়?

উত্তরঃ এআই সম্পর্কে জানতে অনলাইনে এবং লাইব্রেরিতে অনেক সংস্থান উপলদ্ধ রয়েছে। আপনি বই, নিবন্ধ, তথ্য চরিত্র এবং এমনকি অনলাইন কোর্স খুঁজে পেতে পারেন। 

 

৫১। স্ব-চালিত গড়িতে কীভাবে এআই  ব্যবহার করা হয়? 

উত্তরঃ স্ব-চালিত গাড়িতে গুলোর তাদের পারিপাশ্বিক অবস্থা বুঝতে, সিদ্ধান্ত নিতে এবং নেগেটিভ করতে এআই আ্যলগরিদম ব্যবহার করে। 

 

৫২। আমাদের কী এআই কে ভয় পাওয়া উচিৎ?

উত্তরঃ এআই একটি টুল, এই টুল যে কোন টুল এর মতো ভালো বা খারাপের জন্য ব্যবহার করা যেতে পারে। সম্ভাব্য ঝুকি সম্পর্কে সচেতন হওয়া এবং নিরাপদ ও নৈতিক এআই এর বিকাশ ও ব্যবহার পক্ষে কথা বলা গুরুত্বপূর্ণ।

 



Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!