জেমিনি এআই কি? কিভাবে জেমিনি এআই ব্যবহার করব? How to use Gemini?

MD. RAJIB HOSSAIN
By -
0

 জেমিনি এআই কি? কিভাবে জেমিনি এআই ব্যবহার করব? How to use Gemini?

 

জেমিনি এআই কি? কিভাবে জেমিনি এআই ব্যবহার করব? How to use Gemini?

 

জেমিনির পূর্বে নাম ছিল বার্ড এআই টুলস। বর্তমানে গুগুল এর নামকরণ করেছে জেমিনি। জেমিনি গুগুলের তৈরি একটি মাল্টিমোডাল এআই টুল। যা আপনার কাজকে অনেক সহজ করতে পারবে। জেমিনি অর্থ মূলত মিথুন রাশি বোঝায়। অর্থাৎ মিথুন রাশির মানুষ যেমন যে কারো সাথে মিশে যেতে পারে । মানুষের সাথে মিশে মানুষের ভালবাসার পাত্র হতে পারে। গুগুল তার এআই চ্যাটবট জেমিনিকে ‍হয়তো মিথুন রাশির সঙ্গে তুলনা করেছেন। আজকে আমি আপনাদের গুগুলের জেমেনি এআই চ্যাটবট সম্পর্কে বিস্তারিত জনানো চেষ্টা করব।


 (toc) #title=(লেখাতে যা যা থাকছে-)


জেমিনি কি?

জেমিনি হল গুগলের তৈরি একটি নতুন "মাল্টিমোডাল এআই" টুল। ট্রান্সফর্মার-ভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। জেমিনি মানুষ নয় এটি নিজস্ব চিন্তাভাবনা বা অনুভূতি নেই, যদিও এটি মানুষের মতো হুবহু উত্তর দিতে পারে। জেমিনি "ট্রান্সফর্মার" নামক একটি প্রযুক্তি ব্যবহার করে। ট্রান্সফর্মার হল একটি "ডিপ লার্নিং" অ্যালগরিদম যা ডেটাতে প্যাটার্ন শনাক্ত করতে পারে।


জেমিনি যেভাবে ব্যবহার করবেন নিচে দেওয়া হলোঃ

জেমিনি এআই বিভিন্ন ধরণের টেক্সট তৈরি করতে পারে। 


আরও পড়ুনঃ গুগল বার্ড এআই চ্যাটবটের মাধ্যমে কিভাবে ছবি তৈরি করবেন? (alert-success)


ইমেইলঃ

জেমেনি ব্যবহার করে সহজেই একটি ইমেল লিখে নিতে পারেন। এবং সেই ইমেইল আপনি ব্যবহার করতে পারেন। এবং সেই ইমেল সেন্ড করতে পারেন।


কবিতাঃ

জেমিনি এআই আপনাকে কবিতাও লিখে দিতে পারে। আপনি শুধু কিধরণের কবিতা চান তা জেমিনিকে বলে দিন দেখবেন ম্যাজিকের মত জ্যামিনি আপনাকে একটি কবিতা লিখে দিবে। আমি জেমিনিকে মানুষ সম্পর্কে একটি কবিতা লিখতে বলেছি। সে একটি কবিতা লিখে দিছে আপনি নিচের ছবিটি লক্ষ করুনঃ

জেমিনি এআই কি কিভাবে জেমিনি এআই ব্যবহার করব How to use Gemini



আরও পড়ুনঃ গুগুল বার্ড ১০টি গোপন টিপস। Google bard 10 hidden tips (alert-success)


গানঃ

আপনি চাইলে জেমিনিকে দিয়ে একটি কবিতাও লিখে নিতে পারেন। এর জন্য আপনাকে জেমিনি এআইকে বলে দিতে হবে আপনি কিধরণের গান চাচ্ছেন। আমি জেমিনি এআইকে ভালবাসা সম্পর্কে একটি গান লিখে দিতে বললাম সে বলা মাত্র আমার সামনে একটি গান লিখে দিলো নিচের ছবিটি লক্ষ্য করুন।

জেমিনি



প্রোগ্রামিং কোডঃ

জেমিনি এআইকে কোন প্রোগ্রামিং কোড লিখতে বললে সে সেটি সুন্দর করে বর্ণনা সহ আপনার কাছে উপস্থাপন করবে। আমাকে HTML Form তৈরি করে দাও কথাটি লেখার সাথে সাথে আমাকে খুবই সুন্দর একটি HTML Form তৈরি করে দিয়েছে এবং বর্ণনা করে দিয়েছে। নিচের ছবিটি লক্ষ করুন-

জেমিনি এআই কি কিভাবে জেমিনি এআই ব্যবহার করব How to use Gemini

ভাষা অনুবাদঃ

জেমেনি যেকোন ভাষা হতে অন্য ভাষায় অনুবাদ করতে পারে। আপনি আপনার নিজেস্বভাষাকে বিভিন্ন ভাষায় অনুবাদ করতে পারবেন সহজেই। 

 

এছাড়াও গুগুলের জেমিনি এআই সৃজনশীল অনেককিছু তৈরি করতে পারে। এর জন্য আপনাকে জেমিনি ব্যবহারের সঠিক ধারণা থাকতে হবে। 

 

এবার আমি আপনাদের জেমিনি এআই এর সুবিধা ও অসুবিধা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব।

 

আরও পড়ুনঃ বার্ড চ্যাটবট ব্যবহার করে নিজের দক্ষতা বাড়ান! (alert-success)

 


জেমিনি ব্যবহার করার সুবিধাঃ

জেমিনি ব্যবহারের সুবিধাগুলো নিচে দেওয়া হলোঃ

দ্রুতঃ

জেমিনি খুব দ্রুত কাজ করতে পারে। অর্থাৎ জেমিনি যেকোন কাজের আউটপুট খুবই দ্রুত দিতে পারে। আপনি কোন প্রশ্ন জুড়ে দিলে সে সাথে সাথে উত্তর দিয়ে থাকে।

সঠিকঃ

জেমিনির দেওয়া তথ্যগুলো সঠিক হওয়ার সম্ভাব্যনা বেশি। যদিও জেমিনি ভুল করছে। জেমিনি ব্যবহারকারী জেমিনির দেওয়া তথ্য যাচাই করে দেখতে পারেন।

বিভিন্ন কাজ করে সক্ষমঃ

জেমিনি বিভিন্ন ধরণের কাজ করতে পারে। এতে সে মানুষের মত ক্লান্ত হয় না। মানুষ একটানা রাতদিন কাজ করতে পারে না । কিন্তু জেমিনি রাতদিন সমানভাবে কাজ করতে পারে।

ব্যবহার করা সহজঃ

জেমিনি ব্যবহার করা খুব সহজ। ব্যবহারকারী সহজেই জেমিনিকে ব্যবহার করতে পারবেন। তাদের ইচ্ছামত সেবা গ্রহণ করতে পারবেন।


জেমিনি ব্যবহার করার অসুবিধাঃ


ব্যয়বহুল: 

জেমিনি বর্তমানে ফ্রি। কিন্তু জেমিনির অতিরিক্ত সুবিধা ভোগকরতে হলে অর্থ প্রদান করতে হবে।


ব্যক্তিগত গোপনীয়তাঃ

জেমিনি ব্যবহার করলে আপনার ব্যক্তিগত তথ্য Google-এর কাছে শেয়ার করা হতে পারে। এজন্য জেমিনি ব্যবহারের ক্ষেত্রে কিছুটা সর্তক আপনাকে থাকতেই হবে।

 

জেমিনি এআই চ্যাটবট মূলত ওপেন এআই এর চ্যাটবট চ্যাটজিপিটি আসার পরে এটি বার্ড নামে গুগুল প্রথম প্রকাশ করে পরে ২০২৪ সালে এটি জেমিনি নামে প্রকাশ করেন। জেমিনি দিন দিন জনপ্রিয় হচ্ছে। 


 FAQs

১।  জেমিনি কি?

জেমিনি হল গুগলের তৈরি একটি নতুন "মাল্টিমোডাল এআই" টুল। ট্রান্সফর্মার-ভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল।

২। জেমিনি এআই এর দেওয়া তথ্য কতটুকু সঠিক?

উত্তরঃ জেমিনির দেওয়া তথ্য বেশিরভাগই সঠিক হয়। তবে কিছু উত্তর আপনার কাছে অযৌক্তিক মনে হতে পারে। তবে দিন দিন এটি সঠিক উত্তর দিতে পারছে ভবিষতে জেমিনি আরও সঠিক উত্তর দিতে পারবে।

 ৩। জেমিনি কি কোডিংয়ে সাহায্য করতে পারে?

উত্তরঃ হ্যাঁ । জেমিনি কেডিংয়ে সাহায্য করতে পারে এবং কেডিংয়ের সমস্যা সমাধান করে দিতে পারে।

৪।  জেমিনি কেন আগের কথোপকথন মনে রাখতে পারে না?

উত্তরঃ জেমিনি আগের কথোপথন মনে বা ধরে রাখার উদ্দেশ্যে তৈরি নয় । তবে ভবিষতে জেমিনি পূর্বের কথোপকথন মনে রাখতে পারবে। 


শেষ কথাঃ

জেমিনি এআই কি? কিভাবে জেমিনি এআই ব্যবহার করব?  এ বিষয়ে একটি স্পষ্ট ধারণা পেয়েছেন। বর্তমানে সময়ে এআই খুবই দ্রুত অগ্রতগতি হচ্ছে । মানুষের এআই ভিত্তিক কর্মসংস্থান তৈরি হচ্ছে।  

 

 

 

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!