এআই দিয়ে আর্টিকেল লেখা কেন উচিত না? Why Don't Write AI Article

MD. RAJIB HOSSAIN
By -
0

এআই দিয়ে আর্টিকেল লেখা কেন উচিত না Why Don't Write AI Article

 

 এআই দিয়ে আর্টিকেল লেখা কেন উচিত না? Why Don't Write AI Article

এআই দিয়ে আর্টিকেল লেখা কেন উচিত না? প্রশ্নের উত্তরে একটি কথা বলেতেই হয়ে সেটি হলো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কখনো মানুষের মত করে তাদের চিন্তা-ভাবনা যুক্তি উপস্থাপনে পারদর্শী নয়। তবে অনেকে ধারণা করছে যে হয়তো ভাবিষতে এআই মানুষের মনের ভাব বুুঝতে পারবে এবং মানুষের ক্ষমতাকে অতিক্রম করবে। বাস্তবিক ব্যবহার হলো আসলে এআই কিন্তু মানুষের তৈরি মানুষ যেটি তৈরি করতে পারে সেটি নিয়ন্ত্রণও করতে পারে । এআই দিয়ে আর্টিকেল লিখলে সেটি অবশ্যই সঠিক হবে না । তার জন্য আপনাকে সম্পূর্ণ আর্টিকেলটি পূণরায় পড়তে হবে। ভূলগুলো পূণরায় ঠিক করতে হবে। 


 (toc) #title=(লেখাতে যা যা থাকছে-)


এআই আর্টিকেল কি?

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যে আর্টিকেল লেখা হয় তাকে এআই আর্টিকেল বলে। এআই আর্টিকেল খুব দ্রুত লেখা যায়। কিন্তু এর গুনগতমান ঠিক থাকে না। মানুষের ভাষার উপরে কৃত্রিম বুদ্ধিমত্তা খুব বেশি পারর্দশিতা অর্জন করতে পারেনি।

 

এআই দিয়ে আর্টিকেল লেখা কেন উচিত না? 

এআই দিয়ে আর্টিকেল লেখ উচিত না কারণ এআই দিয়ে আপনি যে ধরণের আর্টিকেল লেখেন না কেন পাঠক সেই লেখাটি পড়ে খুব সহজে বুঝতে পারবে না। মানুষের লেখার সাথে এআই আর্টিকেলের অনেক পার্থক্য থাকে। শুধু তাই নয় এআই দিয়ে তৈরি আর্টিকেল বিভিন্ন ওয়েসাইটে তথ্যের সাথে মিলে যেতে পারে। একজন প্রকৃত কন্টেন্ট রাইটার তাদের কন্টেন্ট গুলো কখনো এআই দিলে লেখে না। কারণ একটি প্রফেশনাল মানের আর্টিকেল লিখতে গেলে একজন আর্টিকেল রাইটারকে বেশকিছু বিষয় মাথায় রেখে কাজ করতে হয়। যে বিষয়গুলো অনেক সময় আপনি এআই দিয়ে তৈরি আর্টিকেলে নাও পেতে পারেন। 

একটি আর্টিকেল তৈরি করতে অনেক পরিশ্রম করতে আর আপনি যদি একটি আর্টিকেল এআই এর সাহায্য ছাড়া একটি মানসম্মত ইউনিক বা নতুন বা ব্যতিক্রম পোস্ট বা লেখা বা নিবন্ধ তৈরি করতে চান তাহলে আপনার একটি আর্টিকেলেই কয়েকঘন্টা সময় চলে যেতে পারে। শুধু তাই নয় আপনার গবেষণা বিভিন্ন ওয়েবসাইটের আর্টিকেল পড়াসহ বিভিন্ন কাজ করতে আপনাকে বেশ কিছু সময় ব্যয় করতে হবে। 

 

এআই এবং হিউম্যান আর্টিকেলের মধ্যে পার্থক্যঃ

আমি এখন আপনাদের এআই এবং মানুষের তৈরি আর্টিকেলের মধ্যে পার্থক্য দেখিয়ে দিব।

 

এআই দিয়ে তৈরি আর্টিকেলঃ

উপাত্ত বা ডেটা থেকে তথ্য সংগ্রহঃ

  • বিশাল ডেটা থেকে তথ্য সংগ্রহ করে একটি আর্টিকেল লেখে।
  • এটি পক্ষপাতিত করতে পারে এবং সুনির্দিষ্ট পরিসংখ্যান ভিত্তিক।


নিয়ম-শৃঙ্খলা মেনে চলাঃ

  • কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রামিং ভাষার মডেলের উপর ভিত্তি করে নির্দিষ্ট নিয়েমে চলে।
  • এআই নিয়ম মেনেই আর্টিকেল তৈরি করে। 

 

আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাঃ

  •  এআই কোন প্রকার আবেগ দিয়ে আর্টিকেল তৈরি করতে পারে না। এটি একটি যন্ত্রমাত্র।
  • এআই অনুভুতিমূলক কোন প্রকার আর্টিকেল তৈরি করতে পারে না।
  • এআই যেহেতে বিশাল ডেটা বা ইন্টারনেট থেকে সংগৃহিত তথ্য দিয়ে আর্টিকেল লেখে তাই এর কোন অভিজ্ঞতা নেই।
 
 

মানুষের তৈরি আর্টিকেলঃ

 

নিজের জ্ঞান সম্ভারঃ

  • মানুষ যখন আর্টিকেল লেখে তার নিজের বুদ্ধি দিয়ে লেখে।
  • মানুষ আর্টিকেল লেখার সময় ভালমন্দ বিচার করে সঠিক তথ্য তুলে ধরে।


নিয়ম-শৃঙ্খলা মেনে চলাঃ

  • মানুষ নিজে আর্টিকেল লেখে তাই মানুষের লেখার সময় কোন প্রকার নিয়ম মানতে হয়না।
  • মানুষ আর্টিকেল খুব সহজেই প্রাণবন্ত করে তুলতে পারে।

 

আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাঃ

  •  আবেগ ছাড়া মানুষ হয়না তাই আবেগ দিয়েই মানুষ পোস্ট লেখে।
  • আর্টিকেলে মানুষেরে লেখার অনুভুতিগুলো ফুটে ওঠে।
  • মানুষ তার বাস্তব কাজের অভিজ্ঞতার মাধ্যমে তার লেখাগুলোকে আরে আকর্ষণী করে।
 
 

 FAQs

 ১। এআই আর্টিকেল কি?

উত্তরঃ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যে আর্টিকেল লেখা হয় তাকে এআই আর্টিকেল বলে। এআই আর্টিকেল খুব দ্রুত লেখা যায়। কিন্তু এর গুনগতমান ঠিক থাকে না। মানুষের ভাষার উপরে কৃত্রিম বুদ্ধিমত্তা খুব বেশি পারর্দশিতা অর্জন করতে পারেনি।



শেষ কথাঃ

এআই দিয়ে আর্টিকেল লেখা কেন উচিত না? কারণ এআই আর্টিকেল মানুষের মত তথ্যবহুল তথ্য থাকে না ফলে এর গ্রহণযোগ্যতা এবং পাঠককে অনেক সময় ভুল তথ্য দিতে পারে। তাই এআই দিয়ে আর্টিকেল তৈরির ক্ষেত্রে অধিক সর্তক অবলম্বন করতে হবে।

 

 

 

 

 

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!